পাতা:মহিষাসুরমর্দ্দিনী (১৯৬২).mp3/২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
[০০:৪৫:৫৯ (পুরুষ কণ্ঠে গান)]

নমো চণ্ডী, নমো চণ্ডী, নমো চণ্ডী
নমো চণ্ডী, নমো চণ্ডী, নমো চণ্ডী
জাগো রক্তবীজনিকৃন্তিনী
জাগো মহিষাসুরবিমর্দিনী
উঠে শঙ্খমন্দ্রে অভ্রবক্ষ শঙ্কাস্বননে ক্রন্দি
নমো চণ্ডী, নমো চণ্ডী, নমো চণ্ডী
নমো চণ্ডী, নমো চণ্ডী, নমো চণ্ডী

তব খড়্গশক্তি কৃতকৃতান্ত শত্রুশাতন তন্দ্রি
নাচো সিংহবাহিনী রণহুংকারে ইন্দ্রারি চমূদণ্ডী
চমূদণ্ডী
নমো চণ্ডী, নমো চণ্ডী, নমো চণ্ডী
নমো চণ্ডী

তুমি রণকোদণ্ড টঙ্কারে হান খরকলম্বজালে
সব রথতুরঙ্গ ছিন্ন ছিন্ন সুতীক্ষ্ণ করবালে
নাচ ধূম্রনেত্র দনুজমুণ্ড চক্রপাতনে খণ্ডি
তব তাতাথৈ থৈ থৈ প্রলয় নৃত্য ধ্বংসে বাঁধনগণ্ডি
বাঁধনগণ্ডি
নমো চণ্ডী, নমো চণ্ডী, নমো চণ্ডী
নমো চণ্ডী