পাতা:মহিষাসুরমর্দ্দিনী (১৯৬২).mp3/২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
[০১:১৪:৪৬ (পুরুষ কণ্ঠে গান)]

হে চিন্ময়ী
হিমগিরি থেকে এলে কারে ডেকে নির্মল প্রাতে
বসুন্ধরা যে সুবিমল সাজে অঞ্জলি হাতে
হে চিন্ময়ী

নভোনীলিমায় বাজে মহাভেরী
নভোনীলিমায় বাজে মহাভেরী
দিকে দিকে তব মাধুরী যে হেরি
সুললিত তানে প্রাণে সুধা আনে আলোকেরি সাথে
হে চিন্ময়ী

সাজাব যে ডালা গাঁথিব যে মালা জ্যোতির মন্ত্রে
তাই অন্তরে অমৃত যে ভরে পুলক তন্ত্রে
মাগি মহাবর অম্লান মনে
জননী গো
জননী গো নমি রাতুল চরণে
পূজায় উল্লাসে ধরণী যে হাসে
পূজায় উল্লাসে ধরণী যে হাসে
সুরভিত বাতে
হে চিন্ময়ী
হে চিন্ময়ী
হে চিন্ময়ী