পাতা:মহিষাসুরমর্দ্দিনী (১৯৬২).mp3/৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
[০১:২২:১৯ (পুরুষ কণ্ঠে স্তোত্রপাঠ)]

মহাদেবীর চরিত মাহাত্ম্য ধ্যান নাম গান যে জন করে, তার সকল অবসাদ দূর হয়। সে সকল সঙ্কট থেকে মুক্তিলাভ করে। এই সর্বৈশ্বয্যময়ী দেবী নিত্যা হয়ে ঐরূপ বারম্বার আবির্ভূতা হন। তিনি জগতকে রক্ষা ও প্রতিপালন করেন। বিধাতৃ বরদার করুণার পুণ্যে বিশ্বনিখিল বিমোহিত। গন্ধ পুষ্প ধূপ দীপাদি ও ভক্তিপ্রচারে অমৃতরসবর্ষিণী মহাদেবীর অটল প্রতিষ্ঠা, প্রকৃত কল্যাণের তপস্যা। তার অমলরূপের সুষমায় প্রতিভাত ধরিত্রীর ধ্যানগরিমা।