পাতা:মহিষাসুরমর্দ্দিনী (১৯৬২).mp3/৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
[০১:২৬:৩২ (পুরুষ কণ্ঠে স্তোত্রপাঠ)]

মহাশক্তির পূর্ণ উদ্বোধন হল। দানবপ্রকৃতি হিংসার লয় হয়। দেবী সর্বমঙ্গলা সকল ভূতের শুভকারিণী। তিনি অভিষ্ট বরদাত্রী। তিনি সকলের আশ্রয়। দেবী অসংসারে নাশ করেন জ্ঞানদারিদ্র্য ও বস্তুদারিদ্র্য। ধরার মানবকণ্ঠে দিকে দিগন্তলে আজ তাই দেবীর গৌরবগান নন্দিত।