পাতা:মহিষাসুরমর্দ্দিনী (১৯৬২).mp3/৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
[০০:০০:০০ (পুরুষ কণ্ঠে ঘোষণা)]

শ্রীশ্রীচণ্ডিকার পুণ্যস্তবগাথা ও মহাদেবীর স্তোত্র সম্পূর্ণ হল। সঙ্গীতবীথী রচনা বাণীকুমার। সঙ্গীত পরিচালনা পঙ্কজ কুমার মল্লিক। গ্রন্থনা ও স্তোত্রপাঠ বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। কণ্ঠসঙ্গীতে সুমিত্রা সেন, বাঁশরী লাহিড়ী, সুপ্রীতি ঘোষ, কৃষ্ণা দাশগুপ্ত, প্রতিমা বন্দ্যোপাধ্যায়, গৌরী মিত্র, অসীমা ভট্টাচার্য, দ্বিজেন মুখোপাধ্যায়, শ্যামল মিত্র, অরুণকৃষ্ণ ঘোষ, অম্বুজকুমার মল্লিক, রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, প্রভাত মিত্র, রবীন বসু, সন্ধ্যা মুখোপাধ্যায়, ইলা বসু, রাধারমণ বসাক ও পঙ্কজ কুমার মল্লিক। যন্ত্রসঙ্গীতে গৌর‌ গোস্বামী, অবনী রায়চৌধুরী, দুলাল সেন, বিজলী কুমার সেন, অমলেশ চট্টোপাধ্যায়, অমৃতলাল রায়, রবি রায়চৌধুরী, নির্মল বিশ্বাস, রাধাকান্ত নন্দী, দীনেশ চন্দ্র, অমর দত্ত, রবীন গঙ্গোপাধ্যায়, অ্যাণ্টো মেনেঞ্জেস, আলী আহমেদ হুসেন, অনিল বন্দ্যোপাধ্যায়, গোপীনাথ ভট্টাচার্য, শৈলেন দাস, সত্য মজুমদার, ভোলানাথ সাহা, শ্যামচাঁদ সেন, রমেশ চন্দ্র, অজিত মুখোপাধ্যায়, গোপাল বন্দ্যোপাধ্যায়, বিবেকেন্দ্র দেবরায়, সুনীল চক্রবর্তী, ডম্বরুপাণি ভট্টাচার্য, কমল মল্লিক, অলোকনাথ দে, মহম্মদ সাগিরুদ্দীন খাঁ, রবীন মজুমদার, শ্যামল বসু, লক্ষ্মীকান্ত গঙ্গোপাধ্যায়, অশোক বন্দ্যোপাধ্যায়, বীরেন্দ্রনারায়ণ, রাজেন্দ্রনারায়ণ বর্মণ, রবীন জর্জ, পরিতোষ রায়, বঙ্কিম পাল, দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়, শৈলেশ্বর চট্টোপাধ্যায়, প্রবোধ দাস, দুর্গা মিশ্র, চন্দ্রকান্ত‌‌ নন্দী, বঙ্কিম দে, বিজয় সেনগুপ্ত, মহেশপ্রসাদ মিশ্র, তারকনাথ দে ও কার্তিক বসাক। সম্পাদনা সুধীর মুখোপাধ্যায়।