পাতা:মহিষাসুরমর্দ্দিনী (১৯৬২).mp3/৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
[০০:০৬:১৪ (পুরুষ কণ্ঠে স্তোত্রপাঠ)]

মহামায়া সনাতনী শক্তিরূপা গুণময়ী
তিনি এক তবু প্রকাশ বিভিন্ন
দেবী নারায়ণী
আবার দেবী ব্রহ্মশক্তিরূপা ব্রহ্মাণী
তিনি কখনো মাহেশ্বেরী রূপে ত্রিশূল-অর্ধচন্দ্র-সর্পধারণ করে আছেন
কখনো বা তিনি নির্মলা কৌমারী রূপধারিণী
পরমাদেবী বৈষ্ণবীরূপে বিরাজ করেন
শঙ্খচক্রগদাখড়্গ হাতে
কখনো তিনি সলিল থেকে পৃথিবীকে উদ্ধার করে বরাহরূপিনী
তিনি ত্রৈলোক্যত্রাণকারিণী
প্রয়োজনে তিনি দৈত্যগণের বিনাশে ধারণ করেন ভীষণ সিংহমূর্তি
কখনো মহাবজ্ররূপিণী তিনি ঐন্দ্রী
কখনো তিনি উগ্রা শিবদূতী
কখনো নৃমুণ্ডমালিনী চামুণ্ডা
তিনিই আবার তমোময়ী নিয়তি
এই সর্বপ্রকাশমানা মহাশক্তি পরমা প্রকৃতির আবির্ভাব হবে
সপ্তলোক তাই আনন্দমগ্ন
বেজে উঠেছে আকাশে বাতাসে
আলোর বীণাবেণু
শুভ্র সুরের আগমনী