পাতা:মহুয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ছায়া লোক

যেথায় তুমি দৃষ্টিকর্ত্তা নহ,
সৃষ্টিকর্ত্তা সৃষ্টি লয়ে বহ,
যেথা নানা বর্ণের সংগ্রহ,
যেথা নানা মূর্ত্তিতে মন মাতে,
যেথা তোমার অতৃপ্ত আগ্রহ
আপন-ভোলা রসের রচনাতে॥

সেথায় আমি যাব যখন চৈত্র রজনীতে
বনের বাণী হওয়ায় নিরুদ্দেশা,
চাঁদের আলোয় ঘুম হারানো পাখীর কলগীতে
পথ হারানো ফুলের রেণু মেশা।
দেখ্‌বে আমায় স্বপন-দেখা চোখে,
চম্‌কে উঠে বল্‌বে তুমি, “ও কে,
কোন্ দেবতার ছিল মানস-লোকে
এল আমার গানের ডাকে ডাকা”।
সে-রূপ আমার দেখবে ছায়ালোকে
যে-রূপ তোমার পরাণ দিয়ে আঁকা।

৯ আশ্বিন, ১৩৩৫
১২৫