পাতা:মহুয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম মিলন দিন, সে কি হবে নিবিড় আষাঢ়ে, ( লগ্ন) প্রথম স্বষ্টির ছন্দখানি (নন্দিনী, নামী) প্রাঙ্গণে মোর শিরীষশাখায় ফাগুন মাসে (প্রত্যাশ ) ফিরাবে তুমি মুখ, (অপরাজিত) বসন্ত বায় সন্ন্যাসী হায় চৈৎ-ফসলের (শেষ মধু) বসন্তের জয় রবে দিগন্ত কঁাপিল যবে (মাধবী) ব্যঙ্গ-সুনিপুণা, শ্লেষবাণ-সন্ধান-দারুণা ! (নাগরী, নামী) বাহির পথে বিবাগী হিয়া (অবশেষ) বাইরে তুমি নিলে না মোরে, (দিনান্তে) বাহিরে সে দুরন্ত আবেগে (সাগরী, নামী) বিদেশে ঐ সৌধশিখর পরে (প্রচ্ছন্ন৷) বিবশ দিন, বিরস কাজ (বিজয়ী) বিরক্ত আমার মন কিংশুকের এত গৰ্ব্ব দেখি’ (মহুয়া) বোলে৷ তা’রে, বোলো, এতদিনে তা’রে দেথা (অসমাপ্ত) ... ভস্ম-অপমান শয্যা ছাড়ে, পুপুধুহ-(উজ্জীবন) ভাবিছ যে-ভাবনা এক-একা (ভাবিনী) ভোরের আগের যে- কুর (উষসী, মায়ী) ভোরের পাখী নবীন আখি দুটি (মুক্তি) মধ্যাহ্নে বিজন বাতায়নে (খেয়ালী, নাম্নী) মণিমালা হাতে নিয়ে (উপহার) মাঘের স্বৰ্য্য উত্তরায়ণে (বোধন) 疊 圖 疊 আবার দিকের পথিকের পরে (বিদায় সম্বল) ... যারে সে বেসেছে ভালো তা’রে সে কাদায় । (হেঁয়ালী, নাম্নী)