পাতা:মহুয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৫৮

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
উদ্ঘাত

প্রবেশিলে মোর নিভৃতে,
দেখে নিলে মোরে কী ভাবে,
যে-দীপ জ্বেলেছি নিশীথে
সে-দীপ কি তুমি নিভাবে?
ছিল ভরি’ মোর থালিকা,
ছিঁড়িব কি সেই মালিকা?
সরম দিবে কি তাহারে,
অকথিত নিবেদনে
যা আছে আমার মনে?

২৭ শ্রাবণ, ১৩৩৫