পাতা:মানসী - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১০৫

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
বিচ্ছেদ
১০৩

দিবসের শেষ দৃষ্টি, অন্তিম মহিমা,
সহসা ঘেরিল তারে কনক-আলোকে—
বিষন্নকিরণপটে মোহিনী প্রতিমা
উঠিল প্রদীপ্ত হয়ে অনিমেষ চোখে।

নিমেষে ঘুরিল ধরা, ডুবিল তপন—
সহসা সম্মুখে এল ঘোর অন্তরাল।
নয়নের দৃষ্টি গেল— রহিল স্বপন,
অনন্ত আকাশ আর ধরণী বিশাল।


১৯ বৈশাখ ১৮৮৮