পাতা:মানসী - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২৫৬

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
২৫৪
পরিশিষ্ট

‘এখনো উঠাতে পারি’ করজোড়ে যাচে,
‘যদি দেখাইয়া দাও কোন্‌খানে আছে।’
দ্বিতীয় কঙ্কণখানি ছুঁড়ি দিয়া জলে
শুরু কহিলেন, ‘আছে ওই নদীতলে।’