পাতা:মানসী - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৪৮

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
৪৬
বিচ্ছেদের শান্তি

মিছে কেন কাটে কাল, ছিঁড়ে দাও স্বপ্নজাল,
চেতনার বেদনা জাগাও—
নূতন আশ্রয়ঠাঁই,  দেখি পাই কি না পাই।
সেই ভালো তবে তুমি যাও।

১৪ অগ্রহায়ণ ১৮৮৭