পাতা:মুর্শিদাবাদ কাহিনী.djvu/৪

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

IV

যথেষ্ট সাহায্য করিয়াছেন। সাহিত্য-সম্পাদক প্রিয়বন্ধু শ্রীযুক্ত বাবু সুরেশচন্দ্র সমাজপতির ঐকান্তিক যত্নে পলাশীযুদ্ধের মানচিত্র ‘মুশিদাবাদ-কাহিনী’তে স্থান পাইয়াছে। বহরমপুর কলেজের আরবীর ও ফারসীর অধ্যাপক মৌলবী মহম্মদ মফীজুদ্দীনের নিকট আমি বিশেষরূপে ঋণী আছি। তাঁহার সাহায্য ব্যতীত কদাচ ফারসী গ্রন্থ ও কাগজাদি হইতে ঐতিহাসিক তত্ত্বের উদ্ধার করিতে পারিতাম না। জগৎশেঠ গোলাপচাঁদ ও বঙ্গাধিকারী প্রতাপনারায়ণ রায়মহাশয় তাঁহাদের ফার্মান পাঠাইয়া আমাকে উপকৃত করিয়াছেন। জঙ্গীপুরের শ্রীযুক্ত বাবু অনাথবন্ধু চট্টোপাধ্যায়ের নিকট হইতে গিরিয়া যুদ্ধের গ্রাম্য-কবিতা, আমার প্রিয়বন্ধু বসন্তকুমার রায়ের নিকট হইতে পলাশীযুদ্ধের গ্রাম্য-গীত ও কাটোয়াযুদ্ধের গ্রাম্য কবিতার কিয়দংশ, ও বিধুপাড়ার শ্রীযুক্ত বাবু কালিদাস পালের নিকট হইতে কাটোয়াযুদ্ধের সম্পূর্ণ কবিতাটি প্রাপ্ত হইয়াছি। তজ্জন্য তাঁহাদিগকে ধন্যবাদ প্রদান করিতেছি। আমার প্রিয়বন্ধু শ্রীযুক্ত বাবু ব্রজেন্দ্রকুমার বসু, বি. এল. কোন কোন ফর্মার প্রুফ সংশোধন করিয়া যথেষ্ট সাহায্য করিয়াছেন। মুর্শিদাবাদ-হিতৈষীর সম্পাদক শ্রীযুক্তবাবু বনওয়ারীলাল গোস্বামী ‘মুর্শিদাবাদ-কাহিনী’র প্রকাশক হইতে ইচ্ছা করিয়া আমাকে উপকৃত করিয়াছেন। এই সকল মহাত্মার নিকট আমি অন্তরের সহিত কৃতজ্ঞতা প্রকাশ করিতেছি। ঐতিহাসিক বিবরণ সম্পূর্ণ হওয়া কঠিন; একজনের চক্ষে কখনও সমস্ত ঘটনা পড়িতে পারে না। এইজন্য যদি গ্রন্থের কোন কোন স্থানে ত্রুটি লক্ষিত হইয়া থাকে, তাহা হইলে পাঠকগণ ক্ষমা করিবেন। ভরসা করি, ভবিষ্যতের ঐতিহাসিক সে সমস্ত ত্রুটির সংশোধন করিয়া লইবেন। নানা কারণে প্রুফসংশোধনের গোলযোগ ঘটায়, স্থানে স্থানে দুই চারিটি ভ্রম লক্ষিত হইবে; তজ্জন্য পাঠকগণের নিকট ক্ষমা প্রার্থনা করিতেছি। এক্ষণে সাধারণের ‘মুর্শিদাবাদ-কাহিনী’কে স্নেহের চক্ষে দেখিলে যারপরনাই আনন্দলাভ করিব। ইতি

বহরমপুর
১২ই শ্রাবণ
১৩০৪ সাল

গ্রন্থকার