পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৮২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

: চিরস্থায়ী বন্দোবস্তু o ১৭৮৬ পৰ্য্যন্ত ২১ বৎসরে দেশীয় কৰ্ম্মচারীর মোগল আমলের হিসাবায়ুসারে রাজস্ব সংগ্রহ করিয়া প্রায় দশ কোটি টাকা অর্থাৎ বৎসরে ৫০ছাজার টাকা করিা BBBB DD DDDDS DDD BBBBD D DBB BBBDD DD DS BB অধিকাংশ জমিদারদিগের নিকট হইতে কোম্পানির প্রাপ্য। নৰাৰী আমলের আবওয়াবগুলি অন্তায় অত্যাচারের ফল বলিয়া বাদ দিয়াও গ্রান্ট বঙ্গের রাজস্ব তিন কোটির অধিক নিৰ্দ্ধারণ করেন, উছা মোগল রাজস্বের শেষ সীমা হইতেও ৫৭ লক্ষ টাকা অধিক । এই সময়ে স্তর জন শোর সুপ্রীম্‌ কোন্সিলের সদস্ত ছিলেন। তিনি গ্রান্ট সাহেবের মস্তব্যের তীব্র সমালোচনা করিয়া এক বিখ্যাত নিবন্ধ রচনা করেন। তাহাতে দেখান যে, তিন প্রকারে বন্দোবস্ত হইতে পারে। প্রথমতঃ, রাইস্কৃতওয়ারী বন্দোবস্তে খাস আদায় করিতে গেলে, কালেক্টরের যে অভিজ্ঞতা চাই তাহা দুর্লভ। দ্বিতীয়তঃ, ইজার বা নিদিষ্ট কালের জন্য খণ্ড খণ্ড বন্দোবস্তে সম্পত্তির উন্নতির দিকে কেহ দিকৃপাত করে না। তৃতীয়তঃ, জমিদারের সহিত স্থায়ী বন্দোবস্ত, উহাই সমীচীন। জমিদারের যেমন জমির উপর স্বত্ব আছে, তেমনই শাস্তিরক্ষা ও বিদ্রোহ-নিবারণের জন্ত তাহার সহায়ক হইতে পারেন। এজষ্ঠ শোর মহোদয় জমিদারের সঙ্গে বন্দোবস্তের পক্ষপাতী হন বটে, কিন্তু তিনি প্রথমতঃ দৰ্শশালা বন্দোবস্ত করিয়া অভিজ্ঞতা লাভের পরামর্শ দেন। হেঙ্কেল সাহেবের মতে রাইয়তের সঙ্গে বন্দোবস্ত করাই ভাল। তিনি বলেন, জমিদারের স্বত্ব অধিকার করা যায় না বটে, কিন্তু তাৰাদিগকে রাজস্ব-সংগ্ৰহ ব্যাপারে, গবর্ণমেণ্টের সাহায্যকারী ধরিয়া লওয়াই উচিত। প্রজার উচ্চ হারে খাজনা দেয়, কিন্তু তাহারা অনেক বেশী দখল করে। এখন সেই অতিরিক্ত জমির পাট্ট দিলে, তাহাজের নিকট হইতে খাজনা-বৃদ্ধির সম্ভাবনা আছে। নিষ্কর সম্বন্ধে হেঙ্কেল সাহেব বলেন যে, যশোহরের ৩,৫•,•••/ বিঘা অর্থাৎ ২, অংশ নিষ্কর। ১৭৬৫ অকের পূর্ববর্তী নিষ্কর বহাল রাখা উচিত। ১৭৭২ অৰে নিষ্কর দেওয় নিষিদ্ধ হয় বলিয়, ১৭৬৫-৭২ পর্যন্ত যে সব নিষ্কর প্রদত্ত হয়, তাহাও বহাল ন রাখিলে অত্যন্ত কঠোরতা করা হয়। উহা মঞ্জুর না করিলে দলিলের তারিখ বদলাইয়। জালস্থুয়াচুরি দ্বারা জমিদারের লোকের অতিরিক্ত খুব