পাতা:রবিচ্ছায়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আকাশের মাঝে চাদ চারিদিকে চtয় । স্বদুরে—অতি—অতিদূরে, বুঝিরে কোন সুর পুরে তারাগুলি ঘিরে বসে বঁাশরি বাজার । মেঘের। তাই হেসে হেসে আকাশে চলে ভেসে ভেসে, লুকিয়ে চাদের হালি চুরি করে যায়। ১৫৫ ৷ পিলু। যৎ । গোলাপ ফুল ফুটিয়ে আছে মধুপ হোতা যাস্নে— ফুলের মধু লুটিতে গিয়ে কাটার ঘা থাসনে । হেথায় বেলা, হোথায় চাপ, শেফালী হেথা ফুটিয়ে—