পাতা:রবিচ্ছায়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৩০৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( રજa ) রাগিণী আলাইয়া—তাল বীপতাল । তোমারেই করিয়াছি জীবনের ধ্রুব তারা, এ সমুদ্রে আর কভু হবনাক পথহারা, যেথা আমি যাইনাক, তুমি প্রকাশিত থাক, আকুল নয়ন জলে ঢাল গো কিরণ ধারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গে পিনে, তিলেক অন্তর হ’লে না হেরি কূল-কিনারা । কখন বিপথে যদি ভ্ৰমিতে চাহে এ হৃদি অমনি ও মুখ হেরি সরমে সে হয় সারা । ২৭৮ ৯ রাগিণী ধুন-তাল কাওয়ালি। দিবানিশি করিয়া যতন, হৃদয়েতে রচেছি আসন, জগতপতি হে কৃপা করি হেথা কি করিবে আগমন ?