পাতা:রবিচ্ছায়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( 88 ) মিছে পরশিয়া কায় বায়ু বহে যায় বহে যমুনার লহরী, কেন কুহু কুহু পিক কুহরিয়া ওঠে যামিনী যে ওঠে শিহরি! ওগো যদি নিশি-শেষে আসে হেসে হেসে, মোর হাসি আর রবে কি ! এই জাগরণে ক্ষীণ বদন মলিন অামারে হেরিয়া কবে কি ! আমি সারা রজনীর গাথা ফুলমাল। প্রভাতে চরণে ঝরিব, ওগো আছে সুশীতল যমুনার জল

  • দেখে তারে আমি মরিব । ৪ ৫ } ঝিঝিই। একতালা। ওগো এত প্রেম আশা প্রাণের তিয়াষা

কেমনে আছে সে পাশরি!