পাতা:রমেশ রচনাবলী (উপন্যাস).djvu/২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

هرliخه লিখিত। পবেই বলিয়াছি তিনি ইংরেজী সাহিত্যের অধ্যয়ন ও অনুশীলনে আকৈশোর অবহিত হইয়াছিলেন। রামবাগান দত্ত পরিবারের অন্যান্য কৃতী সস্তানদের মত তিনিও ইংরেজীতে রচনা সরে করিয়া দেন। তিনি ইউরোপ হইতে ইংরেজীতে যেসব পত্র লেখেন তাহারই সারাংশ লইয়া ১৮৭২ খ্রীস্টাব্দে তাঁহার প্রথম ইংরেজী পাস্তক Three Years in Europe প্রকাশিত হয়। তিনি স্বদেশে ফিরিয়া তৎকালীন শম্ভুচন্দ্র মুখোপাধ্যায় সম্পাদিত “মািখাজিস ম্যাগাজিন” এবং রেভাঃ লালবিহারী দে সম্পাদিত "বেঙ্গল ম্যাগাজিনে” ইংরেজী কবিতা ও প্রবন্ধাদি 'ARCYDE’ ছদ্মনামে লিখিতে আরম্ভ করেন। প্রথম দিককার কোন কোন ইংরেজী পাস্তকও লেখকের এই ছদ্মনামে প্রকাশিত হইয়াছিল। ইংরেজী সাহিত্যের অনুশীলনে রত থাকিয়াও রমেশচন্দ্র কিরাপে বাঙ্গালা সাহিত্যের সেবায় অন্যপ্রাণিত হন তাহার কথা একট পরে বলিতেছি। প্রথমে তাঁহার ইংরেজী পনস্তকগুলির নাম কালানক্রেমিক উল্লেখ করিব। পাঠ্যপুস্তকগুলি ইহা হইতে বাদ দেওয়া গেল। তবে এখানে উল্লেখযোগ্য যে রমেশচন্দ্রের একখানি সলিখিত ইংরেজী ভারতবষের ইতিহাস পাঠ্যপুস্তক ছিল; মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রীরও একখানি ছিল। পুস্তক দইখানি কৈশোরে দেখিয়াছি। এখন তো পাঠ্যপুস্তকের ছড়াছড়ি। এই পনস্তক দুইখানির কি মনোজ্ঞ ভাষা, কি পরিপাটি বিষয় সন্নিবেশ–এমনটি তো এখন আর চোখে পড়ে না। এখানে আর একটি বিষয় আমাদের বিশেষ লক্ষ্য করিবার মত। রমেশচন্দ্র ইংরেজী ভাষার মাধ্যমে প্রাচীন শাস্ত্রগ্রন্থাদির মলেভাগের অনুবাদ প্রকাশিত করিয়া ভারতবষের স্বকীয় বৈশিটের কথা জগদ্বাসীকে জানাইতে উদ্বন্ধ হইয়াছিলেন। আধুনিক ভারতের সামাজিক তথা অর্থনৈতিক জীবনের চড়াই-উৎরাইয়ের কথা ইংরেজীতে বিবত করিয়া তিনি সবদেশবাসীর অশেষ হিতসাধন করিয়া গিয়াছেন। ইংরেজী পন্তেকাবলী : 1. Three Years in Europe: Cal. 1872. ইউরোপ হইতে লিখিত পত্রগুলির সারাংশ। ৩য় ও ৪র্থ সংস্করণে পরিবত্তিত ও পরিবদ্ধি"ত । 2. The Peasantry of Bengal : Cal. 1874. হিন্দ, মুসলমান ও ব্রিটিশ আমলে বঙ্গদেশের প্রজাকুলের অবস্থার বণনা সহ তাহাদের ভাবী উন্নতির নিন্দেশ এই পস্তেকখানিতে দেওয়া হইয়াছে। 3. The Literature of Bengal: By ArCyDae. Cal. 1877. প্রাচীন কাল হইতে রমেশচন্দ্রের সময় পৰ্য্যন্ত বাঙ্গালা সাহিত্যের ক্রমবিকাশের ইতিহাস। বিশিষ্ট লেখকদের রচনার নিদশন সম্বলিত এই পুস্তকখানির সচিত্র পরিবদ্ধিত সংস্করণ গ্রন্থকারের নামেই ১৮৯৫ সনে বাহির হয়। 4. A History of Civilisation in Ancient India : Vols. 1–3. Cal. 1889-90. সংস্কৃত সাহিত্যের উপরে ভিত্তি করিয়া প্রাচীন ভারতীয় সভ্যতার কথা এই পুস্তকখানিতে বিবত হইয়াছে। 5. Lays of Ancient India: London 1894. সংস্কৃত কবিতার ইংরেজী ছন্দে অনুবাদ । 6. Rambles in India during twentyfour years, 1871 to 1895. With maps and illust. : Cal. 1895. 7. Reminiscences of a Workman's Life (Poems) “For private cir culation only.”—Cal. 1896. 8. England and India—a record of progress during a hundred years 1785–1885 : London 1897. 9. Maha-Bharata:—London 1899. ম্যাক্সমলারের ভূমিকা সম্বলিত মহাভারতের সারাংশ ইংরেজী কবিতায় অনদিত । 10. Ramayana :–London 1900. ইংরেজী কবিতায় রামায়ণ মহাকাব্যের সারাংশ।