পাতা:রমেশ রচনাবলী (উপন্যাস).djvu/৩১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ब्राछन्एक छौवन-नझफ्नो হাসিয়া ভালবালা বলিল,—এই তুমি বলিলে, না হইলে আমি কিয়পে জানিব তুমি কি ভাবিতেছিলে ? কি বশ্নের কথা ভাবিতেছিলে, পাপের ? এবার তেজসিংহের মুখ গম্ভীর হইল, প্রফুেঞ্চিত হইল, গম্ভীর স্বরে জিজ্ঞাসা করিলেন,— আমি পাপের কথা ভাবিতেছিলাম, তোকে কে বলিল ? ভৗলবালা বালোচিত সরলতার সহিত সভরে তেজসিংহের দিকে চাহিয়া উত্তর করিল,— তাহা আমি কি প্রকারে জানিব ? তবে বাল্যকালে লোকে ফল-ফুলের কথা স্বপ্ন দেখে না ত আর কিসের স্বপ্ন দেখে ? তেজসিংহ বালিকার সরল মুখখানি দেখিয়া মনে মনে ভাবিলেন,-আমি মিথ্যা সন্দেহ করিয়াছিলাম। বলিলেন,—আমি বাল্যকালে সত্য সত্যই পাপের স্বপ্ন দেখিতাম, তাহাই ভাবিতেছিলাম; তুই যথার্থই সন্দেহ করিয়াছিস। ভীল-বালিকা। ভীল অনেক বিষয় দেখিতে পায়, অনেক কথা শুনিতে পার! তুমি যদি ভীল হইতে! তেজসিংহ। তাহা হইলে কি হইত ? তেজসিংহের হাতে বালিকার হাত ছিল, বালিকা নিঃশব্দে তাহাই দেখাইল । তেজসিংহ পুনরায় জিজ্ঞাসা করিলেন,—তাহা হইলে কি হইত ? খিল খিল করিয়া হাসিয়া ভৗলবালা কহিল,—তুমি কি অন্ধ ? বিভিন্নতা দেখিতে পাও না ? তাহা হইলে তোমার হাত কি শ্বেত হইত, না আমার ন্যায় কৃষ্ণবণ হইত ? ভৗলবালা যথার্থই বালিকা, গম্ভীরভাবে বণবিভেদের কথা ভাবিতেছিল । তেজসিংহ পুনরায় সয়েহে কহিলেন-বালিকা, শীঘ্র বাড়ী যা; এইক্ষণেই বল্টি হইবে। বালিকা। আমি যাইব না। তেজসিংহ। কেন ? বালিকা। আমি মেঘ দেখিতে ভালবাসি। তেজসিংহ । কেন ? বালিকা। কেমন সাদা বিদ্যুতের সঙ্গে কালমেঘ একত্রে খেলা করে! তেজসিংহ পুনরায় বালিকার দিকে চাহিলেন, দেখিলেন, সারল্যের সহিত বালিকা সাদা বিদ্যুৎ ও কৃষ্ণবণ মেঘের দিকে চাহিয়া রহিয়াছে ! অপস্টস্বরে তেজসিংহ বলিলেন,—বালিকা, তুই কি সরলা বালিকা, না চিন্তাশীলা নারী ? আমি তোকে কখনই ভাল করিয়া চিনিতে পারলাম না। পরক্ষণে তেজসিংহ চাহিয়া দেখিলেন, বালিকা নাই, পব্বত ও শিলারাশির মধ্যে চঞ্চলা ुगिन देश िस्थर। দরে হইতে খিল খিল হাস্যধৰনি শ্রত হইল, বালিকা তাই বালিকা ! রয়োদশ পরিচ্ছেদ ঃ ভালদিগের পালে অংশাবতারমিব কুতান্তস্য, সহোদরমিব পাপস্য, সারথিমিব কলিকালস্য, ভীষণমপি মহাসত্ত্বতয়া গম্ভীরমিব উপলহ্যমাণং অনভিভবনীয়াকৃতিং শবরসেনাপতিমপশ্যম। --কাদশবরী। তখন তেজসিংহ সে হ্রদ ত্যাগ করিয়া পৰ্বত আরোহণ করিয়া বালিকার পিতার কুটীরে যাইলেন। ভৗলসন্দার ভীমচাঁদই দশমবষীয় বালক তেজসিংহকে আপন পালের নিকটস্থ গহবরে লুকাইয়া তাঁহার প্রাণরক্ষা করিয়াছিল; ভীমচাঁদের দয়া ও প্রভুভক্তিগণে অদ্য তেজসিংহ অষ্টাদশবষীয় যোদ্ধা চুইয়াছেন। সন্ধ্যার সময় সেই পালের প্রতি কুটীরে ভীলনারীগণ আপন আপন গহকাযে রত রহিয়াছে। সকলের শরীর বলিষ্ঠ ও উপরিভাগ অনাবত অথবা অদ্ধাবত। কেহ কেহ aげ>