পাতা:রমেশ রচনাবলী (উপন্যাস).djvu/৪৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মাতা। চুমো দেবে গালে,— “কাকে চুমো দেবে লো ?”—শিশু ও মাতায় মিস্টালাপ হইতেছিল, এমন সময়ে বয়স্কা একজন নারী সহসা ঘরের ভিতর আসিয়া হাসিতে হাসিতে বলিলেন–কাকে চুমো দেবে লো : ছেলেকে, না ছেলের মাকে ? ইস! আজ যে বড় ঘটা! বড় আয়োজন হইতেছে! লজায় আরক্তমুখী হইয়া শিশুর যাবতী মাতা মাথা হে’ট করিলেন, চক্ষ মাদিত করিলেন। লজ্জায় ললাট, গণ্ডস্থল, চক্ষর চাম পৰ্য্যন্ত রঞ্জিত হইল, প্রফুল্ল পাপের ন্যায় ওঠ দটী কাঁপিতে লাগিল। সত্যই আজ বড় ঘটা! শিশুর মাতা ঘরের শানে বসিয়া সম্মুখে একটী দপণ রাখিয়া চিরণি লইয়া কেশবিন্যাস করিতেছিলেন। এক দিকে পানের ডিবে, আর এক দিকে (আমাদের লিখিতে লজা হয়) মেকেসর অয়েল প্রভৃতি নানারপে সৌন্দৰ্য্যবদ্ধনের উপকরণ রহিয়াছে। কি কি দ্রব্য আছে, আমরা ঠিক জানি না, যৌবনোদ্ধতা সৌন্দৰ্য্যবিভূষিতা রসিকাগণই সে উপকরণের বিশেষত্ব অবগত আছেন! কাকপক্ষের ন্যায় কৃষ্ণ কেশপাশের উপর চিরণি ঘন ঘন চলিতেছে, সন্দের, সগোল, সুললিত বাহলতায় বলয় দম দম ঝম ঝম বাজিতেছে, অনাবত অনিন্দনীয় প্রিয়কণ্ঠে সুবর্ণহার দলিতেছে, অলক্তক-বিনিন্দিত ওঠদ্বয়ে মদ হাসি অনবরতই ফলটিতেছে! সে অপসরোবিনিন্দিত প্রতিমাত্তি সন্দের দপণে প্রতিফলিত হইয়াছে। সম্মুখে ঘরের দেয়ালে একখানি ছবিতে শ্রীরাম ও সীতা এক সিংহাসনে বসিয়া রহিয়াছেন, পাশ্বের দেওয়ালে সাবিত্রী ও সত্যবান, নলরাজা ও দময়ন্তী প্রভৃতি প্রাতঃস্মরণীয় দম্পতিগণ বিরাজ করিতেছেন। সম্মখে একটী ছোট অন্যমনস্কা হইয়া এক একটী সঙ্গীত মদ মদ বরে উচ্চারণ করিতেছেন। এই সমস্ত দেখিয়াই 8이