পাতা:লালন-গীতিকা.djvu/১৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন-গীতিকা Sళి ১৬৭ গৌর-প্রেম অথাই আমি বাপ দিয়েছি তায় । এখন আমার প্রাণ বাচাৰার করি কি উপায় ॥ ইন্দ্র বারি শাসিত করে উজান ভাটা বাইতে পারে সে ভাব আমার নাই অস্তরে কোট সাধি কথায় ॥ একে সে প্রেম-নদীর জলে থাই মেলে না নোঙর ফেলে বেন্থশারে নাইতে গেলে কাম-কুমীরে খায় ॥ গৌর-প্রেমের এমনি লেঠা আসতে কাটা যেতে কাটা না বুঝে মুড়ালাম মাথা অধীন লালন কয় ॥ مینامی\ند শুদ্ধ প্রেমরাগে সদায় থাকরে আমার মন । সোতে গা ঢালান দিও না বেয়ে যাও উজান ॥ নিভাইয়ে মদন-জ্বালা অহিতুণ্ডে’ করগে খেলা উভয় নেহার উধ্বতালা প্রেমের এই লক্ষণ ॥ একটা সাপের দুটো মণি* দুই মুখে কামড়ালে তিনি ১ মুণ্ডে ২ ফণি