পাতা:লালন-গীতিকা.djvu/৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
২০
লালন-গীতিকা

এবার দুইমনে একমন হলে
এড়াই শমন॥
রসিক ভকত[১] যারা
মনে মন মিশাল তারা,
এবার সাধন[২] করে তিনটি ধারা
পেলো বরণ[৩]
কিসে হবে নাগিনী বশ,
সাধবো কবে অমৃত-রস,
দরবেশ সিরাজ সাঁই কয়, বিষেতে নাশ
হলি লালন॥

২৯

গুরুপদে নিষ্ঠা মন যার হবে।
যাবে তার সর্ব্বস্ব সার,
অমূল্যধন হাতে সেহি পাবে।
গুরু যার হয় কাণ্ডারী
চালায় তার[৪] অচল তরী,
ভব-তুফান[৫] বলে ভয় কি তারি[৬],
নেচে গেয়ে ভবপারে যাবে॥
আগমে নিগমে তাই[৭] কয়,
গুরুরূপে দীন-দয়াময়,
অসময়ে রে সখা সে হয়,
কাঙ্গাল[৮] হয়ে যে তারে ভজিবে॥
গুরুকে মনুষ্য জ্ঞান যার
অধোপথে গতি হয় তার

  1. ভক্ত
  2. শাসন
  3. রতন
  4. সে
  5. তুফান
  6. তাতে
  7. এই
  8. অধীন