পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/১১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাহু ও লালন-গীতিক। আপনগরে চিনবে যে-জন পশরে-প্রল জন ভেদের ঘরে সিরাজ সাই কয়, লালন কি আর বেড়াও ঘুরে । ৯ so , ወV Ws o 1 1 wo দেখালে এবার । ক্ষণেক পুরুষ ক্ষণেক নারী ক্ষণেক ক্ষণেক হও নিরাকার । ! এ কি অনন্ত ੋਂ আছিল সৰ্শই নিরাকার ছিল কুদরতেরি জোরে সংসার স্বজন কালে ধরিল প্রকৃতি আকার । তুমি সৰ্শই কর্মকর্তার চার অংশে তিন করে আকার কারে ভজে কারে পাব ভেবে দিশে পাই নে তার । ভেবে পাই নে ভাব-অন্বেষণ কিব। মনে ভাবি এখন বিনয় করে বলছে লালন ঘুচাও আমার মনের ঘোর অন্ধকার।’ ১. মনে হয়, গানটি লালনের নয়। প্রকাশিত কোনো গ্রন্থেও এটি উদ্ধৃত হয় নি। তা ছাড়া ছন্দ ও ভাষার দিক দিয়েও এটিকে লালনের মনে ক’রতে বাধে —সম্পাদক