পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/১২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Պծ লালন শাহ্ ও লালন-গীতিক। Գե কথা শুনতে অসম্ভব, আনিয়ে সম্ভব নেও না তাহার বিচার করে । হায়াত কানা হবে তাতে, বাতুন ও জাহিরা করে। তার নিজ নাম কুন জান না, জানলে পরে জীব মরে না শত পাপ করে কানা, সেই কুন ও চিনিলে পরে ॥ ছাদ রাতল মোস্তাহ বল, আদম নবী জিবরাইল ছিল আপন চিন লে জানতে পারি খুজি না আর দেশাস্তরে । অাব হায়াত দরিয়ার মাঝে । একজন নুরী গোসল করছে। জেনে নিও গুরুর কাছে আজরাইল নাম কোন জন ধরে । সিরাজ সাই কয় শোন রে লালন সেই নূরীকে চিনবি যখন করবে কান সেই নুরাতন দরিয়া শুখালে ।