পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/১৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাহু ও লালন-গীতিক ఫిలిపి ও সে প্রেম-সাগরের তুফান ভারী ধাক্কা লাগে ব্ৰহ্ম পুরী, কর্ম-যোগে ধর্ম-তরী কার কার তাতে বেঁচে ওঠে। চতুরালী থাকলে বল, প্রেম যাচনায় বাধবে কল,* হারিয়ে শেষে দু'টি কুল কঁাদাকাটি লাগবে পথে-ঘাটে । আগে দুঃখ পাছে মুখ হয়,২ শুয়ে-বয়ে কেউ যদি রয়, লালল বলে, প্রেমের পরশ পায় সামান্য মনে কি তাই ঘটে ১৪৩ গেীর কি আইন আনিল নদীয়ায় এতো জীবের সম্ভব নয় । আনক আচার আনক বিচার দেখে শুনে লাগে ভয় । ৯. ফিলো’, ২. আগে পাছে সুখ হয় (লা-গী, পৃঃ ১১৪ )