পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/২৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাস্তু ও লালন-গীতিকা ২০৩ ૨૨8 কি করি কোন পথে যাই, মনে কিছু ঠিক পড়ে না। দোটানাতে ভাবছি সদাই এ ভাবনা ৷ ” কেউ বলে, মক্কা যেয়ে হজ করিলে যাবে গোনা । কেউ বলে ভাই মানুষ ভজে মানুষ হও না । কেউ বলে পড়লে কালাম পায় সে আরাম, বেহেস্তখানা । কেউ বলে ভাই, ও সুখের ঠাই কায়েম রয় না । কেউ বলে মুরশীদের ঠাই খুজিলে পাই আধ ঠিকানা । না বুঝিয়ে লালন ভেড়ে হয় দোটান । -- ~ ১ (ক) দোটানাতে ভাবছি বসে ঐ ভাবনা (লা-গী, পৃঃ ১) (খ) দোধারিতে ভাবছি বসে সেই ঠিকানা (নিজস্ব সংগৃহীত : ২. জানিলে ( মৎ সংগৃহীত )