পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/৩১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্লালন-শ্বাস্থ ও লালন-গীতিক .:ፃo দাসী ম’লে ক্ষতি নাই যাই রে মরে যাই, দয়াল নামের দোষ রবে হে গোসাই । দেও হে দুঃখ যদি তবু তোমায় সাধি, তোম। বিনে দোহাই আর দিবে। কার । ও মেঘ, হইলে উদয়, লুকালে কোথায়, পিপাসীর প্রাণ গেলো পিপাসায় কি দোষের ফলে, এ দশা ঘটালে চাও হে নাথ ফিরে চাও হে একবার । আমি উড়ি হাওয়ার সাথ, ডুরি তোমার হাত,* তুমি না তরালে কে তরায় হে নাথ, ক্ষমে। অপরাধ, দাও হে শীতল পদ লালন বলে, প্রাণে সহে কত আর । ১. প্রবণীর প্রাণ গেল প্রবশায় २० *"আমি উড়ি হাওয়ায়, তোমার হাত, তুমি না তরালে কে তরায় নাথ আমার ক্ষম অপরাধ, দেও হে শীতল পদ লালন বলে, প্রাণে সয় না রে আর ।” (লা-গী, পৃঃ ২৯e ) سراج