পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/৩৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাস্তু ও লালন-গীতিক পিশাচে স্বভাব রে তোর যায় না, তোর কথায় দৈপ্ত কাজে পুন্য, মদন-রসে মগনা লালন বলে,স্বভাব-গুণে হলি রে তুই বেজাতীয়ে । (লা-গী, ১২৯ সংখ্যক গান, পৃঃ ৮৮) ৩২১ প্রেম কি সামান্তেতে রাখা যায় । প্রেমে মজলে ধর্মাধর্ম ছাড়তে হয় । দেখ রে সেই প্রেমের লেগে হরি দিলো দাসখত লিখে ষড়ৈশ্বর্য তেজ্য করে কাঙ্গাল হ’য়ে ফেরে নদীয়ায় । ব্রজে ছিল জলদ কালো প্রেম সেধে গৌরাঙ্গ হ’ল সে প্রেম কি সামান্য বলো, যে প্রেমেরো রসিক দয়াময় । প্রেম-পীরিতের এমনি ধারা এক মরণে দুইজন মরা ধর্মাধর্ম যায় না তারা লালন বলে, প্রেমের রীতি তাই । (লা-গী, ১৭০ সংখ্যক, গান পৃঃ ১১৪ ) A.