পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/৮৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাহ ও লালন-গীতিক। আকার বালা সাকার রূপ খোদী আকারেতে সাকার মিশে রয় সাকার গেলে আকার নয় অনন্ত রূপ আকার, এক রূপ সাকার সে রয় সর্ব ঘটেতে । বালা রূপ খোদা হয় আল্লা-আদম বান্দাতে রয়, দেখ পাঞ্জাতন সাথে সে ভেদ জনে বালী, বান্দা দেয় সিজ দ৷ লালন খোদার রূপেতে 8 S মওলা বলে ডাক রসন । গেল দিন ছাড় বিষয়-বাসন । যেদিন সাই হিসাব নেবে, আগুন-পানির তুফান হবে, এ-বিষয় তোর কোথায় রবে এক বার ভেবে দেখ না । সোনার কুঠরী কোঠা রে মন, সোনার খাট-পালং যেমন শেষে হবে সব অকারণ সার এই মাটির বিছানা ।