পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাস্তু ও লালন-গীতিক দরশনে দুঃখ হরে, পরশনে সোনা” করে । এমনি সে চাদের মহিমা লালন ডুবে ডোবে না তার ॥২ ○> দীনের ভাব যেদিন° হবে । সেই দিন মন তোর ঘোর অন্ধকার ঘুচে বাবে । মণি হারা ফণী যেমন তেমনি ভাব রাগের করন অরুণ বসন ধারণ বিভূতি ভূষণ* লবে । ভাব শুস্ত হৃদয় মাঝার মুখে পড়ে। কালাম আল্লার ; তাইতে কি মন হবি তারণ, ভেবেছে। এবার । অংগে ধারণ কর বেহাল, হৃদয় জাল প্রেমের মশাল, দুই নয়নে° হইবে উজ্জ্বল । মুরশীদ বস্তু দেখতে পাবে। ১. পরশ ( আদশ খাতা ) ২. ‘এমন মহিমা সে চাদের— লালন ডুবে ডোবে না তায় ।” বা-বা-বা-গা } ৩ ‘উদয় হবে' ; ৪ বিভূষণ ; ৫ দুই গুণ লা গী, পৃঃ ২৬৫-৬৬ ) 8一