পাতা:লেফ্‌টেন্যাণ্ট সুরেশ বিশ্বাস.djvu/১১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৯০
লেফটেন্যাণ্ট সুরেশ বিশ্বাস

সে দিন তাহার মৃত্যুদিবস নহে। তিনি যখন প্রায় সংজ্ঞাহীন হইয়া পড়েন, ঠিক সেই সময়ে সেই রাস্তায় অনেক আলো দেখিতে পাওয়া গেল, লোকেরও কোলাহল শ্রুত হইল, অমনি সুরেশ ডাকাত ডাকাত বলিয়া চীৎকার করিয়া উঠিলেন। যাহারা আসিতেছিলেন, তাহারা বরযাত্রী। তাঁহার চীৎকারে তাহারা সত্বর সেইখানে আসিয়া উপস্থিত হইলেন। তখন দস্যু তাঁহাকে ছাড়িয়া দিয়া তাহার সঙ্গীকে টানিয়া লইয়া অন্ধকারে একটা গলির ভিতর অন্তর্দ্ধান হইল। সুরেশ তাঁহার মুক্তিদাতাদিগকে ধন্যবাদ দিয়া বাসভিমুখে প্রস্থান করিলেন।