পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (অষ্টম সম্ভার).djvu/৩৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*ब्र६-नांहिछ-जरेóबई এবং নোঙরামিতে মিলে ৰে মন্থন শুরু করে দেয়, তার কাছাই ছিষ্টকে উঠে নির্বিচারে সকালর মুখে পাক মাখিয়ে দেয়। এ কাল ধুয়ে দিতে পারে গুৰু কাল। এর হাতেই শুধু অনাগত ভবিস্ততে শুদ্ধ ও স্বাত হয়ে সত্যবস্তু মানুষের চোখে পড়ে । এইজন্যই বোধ হয় কবির মধ্যে ষে অংশটুকু তার কবি, এই চরম বিচারের প্রতীক্ষা করতে র্তার বাধে না, কিন্তু যেটুকু তার ছোট্ট মানুষ তারই কেবল সৰ্বর সয় না। সে কলহ করে, বিবাদ করে, দল পাকায়, হাতনাগাদ নগদ মূল্যে চুকিয়ে না নিলেই তার নয়। সামরিক কাগজপত্রে এই স্থানটাই তার বার বার ঘুলিয়ে ওঠে। পূজ্যপাদ রবীন্দ্রনাথ বলেন, তিনি স্কুল-মাস্টার নন,—তিনি কবি। বেত-হাতে ছেলে মানুষ করা তার পেশা নয় । এই নিয়ে তার বিরুদ্ধে ব্যক্ত এবং অব্যক্ত কটুকথার বিরাম নেই। কটুকথার মালিক ধারা তারা বোধ করি কবির উক্তির এইরূপ অর্থ করেন যে, ধৈহেতু তিনি বেত-হাতে ছেলে মানুষ করতে সন্মত নন, গল্পচ্ছলে ভুলিয়ে বুড়ে ছেলেদের নীতিশিক্ষা দিতে চান না, তখন নিশ্চয়ই র্তার ছেলে বইয়ে দেওয়াই অভিসন্ধি । কিন্তু কাব্য –যা সত্যকার কাব্য, সে যে চির-স্বশর, চির-কল্যাণকর, কবির এই অস্তরের কথাটা তারা উপলব্ধি করতেই চান না। এবং ওই-সব ফন্দি-ফিকিরের মধ্যেই যে কবি এবং কাব্য আপনাদের আপনি নিষ্ফল করে তোলে এই সত্যটাই তার বিশ্বত হয়। এই কথাটাই আমি গোটা-দুই দৃষ্টান্ত দিয়ে পরিস্ফুট করতে চাই। আমার নিজের পেশা উপন্যাস-সাহিত্য, সুতরাং এই সাহিত্যের দু-একটা কথা বলা বোধ করি নিতান্তই অনধিকার-সর্গ বলে গণ্য হবে না। ধারা আমার নমস্ত, আমার গুরুপদবাচ্য, তাদের লেখা থেকে এক-আধটা উদাহরণ দিলে যদি-ব একটু বিরুদ্ধ মত থাকে, আশা করি আপনাদের কেহই তাকে অসম্মান বা অশ্রদ্ধা বলে জুল করবেন না । আমার সাহিত্যিক জীবনের পরিণতির প্রসঙ্গে এর প্রয়োজন আছে । cittài-sit “F" setww.tri at, c'tai sta, idealistic and realistic. stfi নাকি এই শেষ সম্প্রদায়ের লেখক । এই দুর্নামই আমার সবচেয়ে বেশী । অৰচ, কি করে যে এই দু’টোকে ভাগ করে লেখা যায়, আমার অজ্ঞাত। Art জিনিসটা মানুষের স্বাক্ট, সে nature নয়। সংসারে বা কিছু ঘটে—এবং অনেক নোঙর জিনিসই ঘটে,-ত কিছুতেই সাহিত্যের উপাদান নয়। প্রকৃতির বা স্বভাবের হুবহু নকল করা photography হতে পারে, কিন্তু লে কি ছবি হবে ? দৈনিক খবরের কাগজে অনেক কিছু রোমহর্ষণ ভয়ানক ঘটনা ছাপা থাকে, সে কি সাহিত্য ? চরিত্রস্বাক্ট কি এতই সহজ ? আমাকে অনেকই দয়া করে বলেন, মশাই, আমি এমন ঘটনা জানি যে, সে যদি আপনাকে বলি, ত আপনার চমৎকার একটা বই হতে পারে। আমি বলি, তা হলে আপনি নিজেই সেটা লিখুন । see