পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (একাদশ সম্ভার).djvu/১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

X পশ্চিমের একটা বড় সহরে এই সময়টায় শীত পড়ি পড়ি করিতেছিল। পরমহংস রামকৃষ্ণের এক চেলা কি একটা সংকৰ্ম্মের সাহায্যকল্পে ভিক্ষা সংগ্রহ করিতে এই সহরে আসিয়া পণ্ডিয়াছেন । উহারই বক্তৃতা-সভায় উপেন্দ্রকে সভাপতি হইতে হইবে এবং তৎপদ-মৰ্য্যাদাতুসার যাহণ কর্তব্য তাহারও অনুষ্ঠান করিতে হইবে 1. এই প্রস্তাব লইয়া একদিন সকালবেলায় কলেজের ছাত্রের দল উপেন্দ্রকে ধরিয়া পড়িল । উপেন্দ্র জিজ্ঞাসা করিলেন, সৎকর্মটা কি শুনি ? তাহারা কহিল, সেটা এখনো ঠিক জানা নাই । স্বামীজী বলিয়াছেন, ইহাই তিনি আকৃত সভায় বিশদরূপে বুঝাইয়া বলিবেন এবং সভার আয়োজন ও প্রয়োজন অনেকটা এইজন্যই । উপেন্দ্র আর কোন প্রশ্ন না করিয়াই রাজি হইলেন । এটা তাহার অভ্যাস । বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলি এতই ভাল করিয়া পাশ করিয়াছিলেন যে, ছাত্রমহলে র্তাহার শ্রদ্ধা ও সম্মানের অবধি ছিল না । ইহা তিনি জানিতেন । তাই, কাজে-কর্থে, আপদে-বিপদে তাহারা যখনই আসিয়া পড়িয়াছে, তাঁহাদের আবেদন ও উপরোধকে মমতায় কোনদিন উপেক্ষা করিয়া ফিরাইতে পারেন নাই । বিশ্ববিদ্যালয়ের সরস্বতীকে ডিঙ্গইয়া আদালতের লক্ষ্মীর সেবায় নিযুক্ত হইবার পরও ছেলেদের জিম্ন্তটিকের আখড়া হইতে ফুটবল, ক্রিকেট ও ডিবেটিং ক্লাবের সেই উচু স্থানটিতে গিয়া পূর্বের মত র্তাঙ্গকে বসিতে হইত । । কিন্তু এই জায়গাটিতে শুধু চুপ করিয়া বসিয়া থাকা যায় ন—কিছু বলা আবশ্যক। একজনের দিকে চাহিয়া বলিলেন, কিছু বলা চাই ত হে ! সভাপতি সেজে সভার BBBS BBB BBBSBBB BBB BBS BBB BB BB GBB DS D DD তোমরা ? এ তো ঠিক কথা । কিন্তু তাঁহাদের কাহারো কিছুই জানা ছিল না। বাহিরের প্রাঙ্গণের একধারে একটা প্রাচীন পুষ্পিত জবা বৃক্ষের তলায় এই ছেলের দলটি যখন উপেন্দ্রকে মাঝখানে লইয়া সংসারের যাবতীয় সম্ভব-অসম্ভব সৎকর্শাবলীর তালিকা করিতে ব্যস্ত হইয়া পড়িয়াছিল, তখন দিবাকরের ঘর হইতে একজন নি:শঙ্গে সকলের দৃষ্টি এড়াইয়া বাহির হইয়া আসিল । উপেন্দ্ৰ দিবাকরের মামাতো ভাই । শিশু অবস্থায় দিবাকর মাতৃপিতৃহীন হইয়। মামার বাড়িতে মানুষ হইতেছিল । বাহিরের একটি ছোট ঘরে দিনের-বেলায় তাহার লেখাপড়া এবং রাত্রে শয়ন চলিত । বয়স প্রায় উনিশ ; এফ. এ. পাশ করিয়া বি. এ. পড়িতেছিল। } جستاد و