পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (একাদশ সম্ভার).djvu/১৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*ब्र९-जांश्छि7-ज९७iझ কিরণময়ী নির্নিমেষ চোখে তাহার পানে চাহিয়া ছিলেন। তার পর ধীরে ধীরে অতি স্বল্পকণ্ঠে প্রশ্ন করিলেন, কি করে আমাদের চিনলে ভাই ? - नउँौ* घाफ़ tई कबिबाहे बनिण-न-कषा सक्रबनtशद्र शमूएष वनवाब नद्र ८यौ ि! বলবার নয় । এ কি কথা ! অকস্মাৎ সংশয়ে, ভয়ে কিরণময়ীর মুখ বিবর্ণ হইয়া গেল। ডাকিলেন, ঠাকুরপো ? ८कन cयौनि ! মুখ তোল দেখি ? সতীশ মুহূৰ্ত্তকাল স্তৰভাবে থাকিয়া মুখ উচু করিল। কিরণময়ী কিছুক্ষণ একদৃষ্টে চাহিয়া থাকিয়া কহিলেন, ঠাকুরপো, তুমি যে একটা বড় ব্যথা নিয়ে এল যাও, সে আমি অনেকদিন টের পেয়েচি। কিন্তু ভিজ্ঞাসা করার অধিকার ছিল না বলেই জানতে চাইনি। কিন্তু, আজ আমার ছোট ভাই- কি হয়েচে বল । সতীশ মাথা ইেট করিয়া বলিল, সে লজ্জার কথা বৌঠান । কিরণময়ী কহিলেন, হোক লজ্জার। তবু তোমার এই বোনটিকে তার ভাগ দিতে হবে । ব্যথা তোমাকে আমি এক বয়ে বেড়াতে দেব না । তার পরে একটু একটু করিয়া কিরণময়ী গোড়া হইতে এই দুঃখের অনেকখানি ইতিহাস সংগ্ৰহ করিয়া লইয়া শেষে কছিলেন, কিন্তু, কেন এমন কাজ করলে ? সতীশ নিৰ্ব্বাক হইয়া রহিল ! কিরণময়ী প্রশ্ন করিলেন, কে সে ? সতীশ মুখ নীচু করিয়া অক্ষুটকণ্ঠে বলিল, হতভাগিনী— কিন্তু কোথায় সে ? छांमिzन । খোজ করোনি ? সতীশ মৃদ্ধস্বরে কহিল, না, তার আবগুক নেই। শুনেচি, লে ভাল আছে। কিরণময়ী ব্যথিত হইয়া কহিলেন, ভাল আছি ! ছি, ছি, এমন করে নিজেকে ঠকতে দিলে । এবার সতীশ আর একবার মুখ উচু করিল। স্বম্পট-কণ্ঠে জবাব দিল, জামি ঠকিনি বৌদি, কারণ আমি ভালবাসতে পেরেছিলাম। কিন্তু ঠকেসে সে,-সে ভালবাসতে পারেনি । - তার পরে ? Avots