পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (একাদশ সম্ভার).djvu/১৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

झब्रिङ्गशैन চলিয়াছে—যাহার সিদ্ধির উপর তাহার নিজেরই যেন সমস্ত ভবিষ্মতের ভাল-মঙ্গ নির্তর করিয়া আছে। অনতিকাল পরে গাড়ি সতীশের বাসার সম্মুখে আসিয়া থামিল এবং সছিল পত্ৰখানি হাতে করিয়া নামিয়া গেল। সরোজিনী গাড়ির একটা কোণ থেৰিয়া আড়ষ্ট হইয়া কান পতিয়া দরজার উপর সহিসের করাঘাত শুনিল। কিছুক্ষণ পরে দরজা খোলার শব্দ এবং তাহার ভিতরে যাওয়া অনুভব করিল এবং তাহার পর প্রতি-মূহুর্তে কাহার স্বপরিচিত গম্ভীর কণ্ঠস্বর কানে আসিবার আশঙ্কায় ও আকাঙ্ক্ষায় স্তন্ধ কণ্টকিত হইয়া বসিয়া রহিল। সে নিশ্চয় জানিত, গাড়ি এবং গাড়ির ভিতরে ষে বলিয়া আছে, সহিসের কাছে তাহার পরিচয় অবগত হইয়া সতীশ নিজেই আসিয়া উপস্থিত হইবে। তাহার একবারও মনে হইল না যে ব্যক্তি এতকাল এত কাছে বাস করিয়াও এমন করিয়া হুলিয়া থাকিতে পারে, এ সংবাদ তাহাকে হয়ত অকুমাত্রও বিচলিত না করিতে পারে। আবার সহিসের কণ্ঠস্বর দ্বারের কাছে শুনিতে পাওয়া গেল-সে দ্বার রুদ্ধও হইল এবং ক্ষণকাল পরেই সে চিঠি হাতে লইয়া এক ফিরিয়া আপিল। কহিল, বাবু বাড়ি নেই। : বাড়ি নেই ? মুহূৰ্ত্তকালের জন্য সরোজিনী মুস্থ হইয়া বাচিল। মুখ বাড়াইয়। কহিল, চিঠিটা ফিরিয়ে নিয়ে এলি কেন, রেখে অায়। সহিস জানাইল, বাৰু কলিকাতায় নাই, বেলা দশটার ট্রেনে বাড়ি চলিয়া গেছেন। কথাটা শুনিয়া কেন যে তাহার এই বাসাটা একবার স্বচক্ষে দেখিয়া লইবার দুৰ্গমনীয় স্পৃহা হইল, তাহার হেতু সে ঠিকমত নিজেও বুঝিতে পারিল না, কিন্তু পরক্ষণেই নামিয়া আসিল এবং আর একবার কবাট খুলিয়া ভিতরে প্রবেশ করিল। হিন্দুস্থানী পাচক জিনিস-পত্রের পাহারায় নিযুক্ত ছিল, তাহার সাহায্যে সমস্ত ঘরগুলা ঘুরিয়া ফিরিয়া দেখিয়া নীচে আসিবার পথে দড়ির আলনার ঝুলানো একটা অৰ্দ্ধমলিন চওড়া পাড়ের শাড়ির প্রতি সরোজিনীর দৃষ্টি পড়িল। কৌতুহলী হইয়া প্রশ্ন করায় ব্রাহ্মণ নিজের ভাষায় ব্যক্ত করিল, এ বস্ত্রখানি মা’জীর । সাবিত্রী অপরাহ্লবেলায় স্নান করিয়া তাহার পরিধেয় সিক্ত-বস্ত্রপানি শুকাইতে দিয়াছিল, তাহা তখন পৰ্যন্ত তেমনিই টাঙ্গানো ছিল । সরোজিনী বিক্ষিত হইয়া জিজ্ঞাসাবাদ দ্বারা এই মাইঙ্গীর সম্বন্ধে যতটুকু অবগত হইল, তাহাতে আরও আশ্চৰ্য্য হইয়া গেল। যে-সকল ব্যাপার সচরাচর এবং সহজভাবে ঘটে না, এবং যাহার মধ্যে পাপ আছে, তাহা তলাইয়া বুঝিতে না পারিলেও সকলেই নিজের বুদ্ধি অনুসারে একরকম করিয়া বুঝিতে পারে। এই হিন্দুস্থানীটিও সস্ত্রীক উপেন্দ্রর আসা এবং $ve * *