পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (একাদশ সম্ভার).djvu/১৯৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ করিয়াও উপেন্দ্রকে একাই ভিতরে গিয়া বসিতে হইল। কিরণময়ী আর তাহাকে যেন লক্ষ্যই করিল না। গাড়ীর একটা কোণে মাথা রাখিয়া স্তন্ধ হইয়া রহিল। কিছুক্ষণ কাটিয়া গেল। অমন চুপ-চাপ বসিয়া থাকাও অপ্রীতিকর। তা ছাড়া উপেন্দ্র নিশ্চয় বুঝিতেছিল কিরণময়ী কিছু ভাবিতেছে। কিন্তু কি ভাবিতেছে, তাহাই যাচাই করিবার জন্য কহিল, দেখে এলেন ত! এই বুদ্ধিমতীটিকে নিয়ে আমাকে স্বর করতে হয়। কিন্তু, এমনিই ত তাকে অঁাটবার জো নেই, তাতে আপনি আজ তামাসা করে যে সার্টিফিকেট দিয়ে এলেন, এবার আর তার নাগাল পাওয়াই যাবে না। কিরণময়ী ইহার কোন উত্তর করিল না। একটুখানি অপেক্ষা করিয়া উপেক্স হাসিয়া কছিল, কিন্তু এইখানেই এর শেষ নয় বৌঠান। ও এত বড় বোকা যে জন্মাবধি কখনো মিথ্যা কথা বলতে পারে না । - . কিরণময়ী তেমনি নিস্তব্ধ হইয়া রহিল। উপেন্দ্র বলিল, কেন জানেন ? একে ত তেত্রিশ কোটি দেব-দেবতা তাকে চতুর্দিকে ঘিরে দিবারাত্র পাহারা দিয়ে আছে—তা ছাড়া, ষ ঘটেনি, সেইটুকু সে নিজের বুদ্ধি খরচ করে বানিয়ে বলবে সে-ক্ষমতাই ওর নেই। কিরণময়ী রুদ্ধকণ্ঠে সংক্ষেপে কহিল, ভালই ত । উপেন্দ্ৰ কহিল, অতটাই যে ভাল, তা আমার মনে হয় না বৌঠান। সংসার করতে গেলে একটু-আধটু মিথ্যার আশ্রয় নিতেই হয় । যাতে কারো কোন ক্ষতি নেই, অথচ একটা অশান্তি, একটা উপদ্রব থেকে রেহাই পাওয়া যায়, তাতে দোষ কি ? यांशि उ दजि दद्भ२ डॉलट्टे । বেশ ত, শেখাতে পার না ? শিখবে কি করে বৌঠান ? একটি অতি ছোট মিথ্যের জন্য যুধিষ্ঠিরের দুর্গতি হয়েছিল লে যে মহাভারতেই লেখা আছে। দেব-দেবতারা যে-রকম ই করে তার পানে চেয়ে বসে আছে, তাতে জেনে-ত্তনে মিথ্যে কথা বললে আর কি তার রক্ষা আছে! তার হিড় হিড় করে টেনে ওকে নরকে ডুবিয়ে দেবে। একটু থামিয়া কহিল, বৌঠান, ঠাকুর-দেবতার চেহারা ও চোখ বুজে এমনি স্পষ্ট দেখতে পায় যে, সে এক আশ্চৰ্য্য ব্যাপার। কেউ ঢাল খাড়া নিয়ে, শঙ্খ-চক্র-গদা-পদ্ম নিয়ে, কেউ বাণী হাতে করে এমনি প্রত্যক্ষ হয়ে ওর সামনে এলে দাড়ান যে, শুনে আমার গা পৰ্যন্ত শিউরে ওঠে। আর কারো মুখ থেকে ওরকম শুনলে আমি মিথ্যা বানানে । গল্প বলে হেসেই উড়িয়ে দিতাম। কিন্তু তার সম্বন্ধে এ অপবাদ ত মুখে জানবারই জো নেই। বলিয়া, শ্রদ্ধায় গৰ্ব্বে প্রেমে বিগলিত-চিত্তে উপেন্দ্র সঙ্গেহে কৌতুকের স্বরে কহিল, তাই দেখে-শুনে ওকে মানুষ না বলে একটি জানোয়ার বললেও চলে। ՖեrՆ