পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (একাদশ সম্ভার).djvu/২৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

छब्रिखशैन সে আপনাকে জারও স্বন্দর জারও সার্থক কৰে তুলতে পারবে, সে লোভ লে. কোনমতেই খামাতে পারে না । - দিবাকর আস্তে আস্তে কহিল, তা হলে ত চারিদিকেই মারামারি কাটাকাটি বেধে যেত । কিরণময়ী কহিল, মাঝে মাঝে যায় বৈ-কি। কিন্তু মামুষের লোভ দমন করবার শক্তি, স্বাৰ্থত্যাগের শক্তি, সমাজের শাসন-শক্তি, এতগুলো বিরুদ্ধ-শক্তি আছে বলেই চতুর্দিকে একসঙ্গে আগুন ধরে যেতে পায় না। অথচ, এই সামাজিক মামুষেরই এমন একদিন ছিল যখন সে প্রবৃত্তি ছাড়া জার কারও শাসনই মানত না। রূপের আকর্ষণে তার দুর্দান্ত প্রবৃত্তির তাড়নাই ছিল তার প্রেম,—আমন অবাকু হয়ে যেয়ে नृ।। ঠাকুরপো, একেই সৌধীন কাপড়-চোপড় পরিয়ে সাজিয়ে-গুছিয়ে দাড় করালেই উপস্তাসের নিখুঁত ভালবাসা তৈরী হয়। দিবাকর স্তম্ভিত হইয়া কহিল, কোথায় পাশবিক প্রবৃত্তির তাড়না, আর কোথায় স্বৰ্গীয় প্রেমের আকর্ষণ ! যে লোক পশুর প্রবৃত্তিতে পরিপূর্ণ সে শুদ্ধ, নিৰ্ম্মল, পবিত্র প্রণয়ের কতটুকু মৰ্য্যাদা বোঝে ! এ বস্তু সে পাবে কোথায় ? তুমি কিসের সঙ্গে কার তুলনা দিচ্চ বৌদি } তুলনা দিইনি ভাই, দুটো যে একই জিনিস, তাই শুধু বলচি। ঠাকুরপো, ইঞ্জিনের যে জিনিসটা তাকে স্বমুখে ঠেলে, সেই জিনিসটাই তাকে পিছনে ঠেলতে পারে, অপরে পাৱে না। যে ভালবাসতে পারে, সেই কেবল সুন্দর অশ্বন্দর সব ভালবাসাতেই নিজেকে ডুবিয়ে দিতে পারে, অপরে পারে না। তুমি গোবিন্ধগালের কথা বলছিলে, তার যে বস্তুটা ভ্রমরকে ভালবেসেছিল, ঠিক সেই বস্তুটাই তাকে রোহিণীর দিকে টেনে নিয়ে গিয়েছিল। কিন্তু হরলাল তা পারেনি। সে সাংসারিক BBDBS DBBSBBBBS BBBBSBBBB BBS BB BBBBBB BBBBS BB গোবিন্দলাল পারলে না। অথচ হরলাল লোকটা গোবিন্দলালের চেয়ে ভাল ছিল না—অনেক মন্দ ছিল । তবু সে যাকে স্বশায় ত্যাগ করে গেল, আর একজন তাকেই মাথায় তুলে নিলে । নেওয়াটা নানা কারণে ব্যর্থ নিষ্ফল হতেও পারে, কিন্তু সমস্ত দুঃখ-গ্লানি-লজার অতিরিক্ত একটা বৃহত্তর সার্থকতার ইঙ্গিত ষে একজনকে আর একজনের কাছে টেনে নিয়ে যায়নি, এমন কথাও ত জোর করে কেউ বলতে পারে না ভাই । দিবাক্ষর ক্ষোভের সহিত বলিল, তোমার সমস্ত কথা ৰচি আমি বুঝতে পারিনে, किरू नविज अ१श cष पर्नौब नब, ७वन चडूङ कष1णानि किङ्गरउहे यांनटङ गाब्रिटन ८वोनि ! . .