পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (একাদশ সম্ভার).djvu/৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

छब्रिजशैन সাবিত্ৰী বলিল, না। একটু তলিয়ে ভেবে দেখুন দেখি, মনটা আপনিই পরিষ্কার BB BBS BBB BBB BBBB BB BBBS BBB BB BBBB BBB BS ধাবমান অশ্ব অকস্মাং গভীর খাদের মুখে আসিয়া তাহার দুই পা অগ্রন্থত করিয়া যেভাবে প্রাণপণে রুখিয়া দাড়ায়, সাবিত্রীর চলন্ত জিহবা ঠিক সেইভাবে থামিল । তাহার এই আকস্মিক নিস্তব্ধতায় বিক্ষিত সতীশ মুখ তুলিতেই চোখাচোখি হইল— নিজের লজ্জায় সাবিত্ৰী নিজেই মরিয়া গেল । সে যে এই কথাটাই বলিতে গিয়াছিল যে, তাহার মত নারীর সম্বন্ধে ওরূপ অপরাধে লজ্জার হেতু নাই, এই লজ্জাতেই তাহার চুল পৰ্যন্ত শিহরিয়া উঠিল। সতীশও কি একটা বলিতে যাইতেছিল, কিন্তু সাবিত্রী থামাইয়া দিয়া বলিল, চুপ করুন। আপনিও বুঝুন । মিথো তিলকে তাল করে কষ্ট পাবেন না। ও বেহারী, বাবুর অাহিকের জায়গায় একটু শিগগির করে ধুয়ে দাও, আমি অনেকক্ষণ আসন নিয়ে দাড়িয়ে রয়েচি । বেহারী কি একটা কাজে এদিকে আসিতেছিল, তৎক্ষণাৎ জল আনিতে ফিরিয়া গেলে সাবিত্রী লাঞ্ছিত অভিমানের স্বরে কছিল, আপনার ব্যবহারে আজ দুদিন যে আমি উত্তরোত্তর কি রকম অতিষ্ঠ হয়ে উঠেচি, এ কি চোখ চেয়ে একবার দেখতেও পাচ্চেন না ? অাশ্চয্যি ! তাহার এত দ্রুত এত কথা সম্পূর্ণ হৃদয়ঙ্গম করিবার অবকাশ সতীশের ঘটিল না, তবুও তাহার ভিতরকার মানিটা যেন স্বচ্ছ হইয়া আসিল এবং পরক্ষণেই ক্ষমাপ্রাপ্ত অপরাধীর ন্যায় অতুতপ্ত-কণ্ঠে বলিল, কিন্তু তোমাকে কি অপমান করিনি ? সাবিত্রী অধীর হুইয়া বলিল, না বুঝলে আপনাকে আমি বোঝাল কি করে ? একশবার হাজারবার বলচি, ওতে আমার মত মেয়েমাম্বুধের কোন অপমান হয়নি। আপনি দয়া করে স্বম্ব হোন-এইটুকু শুধু আপনার পায়ে আমি মিনতি জানাচ্ছি। প্রত্যুত্তরে সতীশ কি একটা বলিতে যাইতেছিল, কিন্তু সাবিত্রী তাহার দুই ভ্র কুঞ্চিত করিয়া ইঙ্গিতে নিষেধ কৰিয়া তাড়াতাড়ি বলিয়া উঠিল, এই যে বেহারী ! বেহারী ঘটতে জল আনিয়া উপস্থিত হইয়াছিল, সাবিত্রী তাহার হাত হইতে ঘাট লইয়। ঘরের একটা কোণ বেশ করিয়া ধুইয়া ফেলিয়া আঁচল দিয়া মুছিয়া সতীশকে উদেশ করিয়া বলিল, যান, হাত-পা ধুয়ে এসে কাপড় ছেড়ে সন্ধ্যে করতে বন্ধন। কোশ+ কুশি ওই কুলুঙ্গিতে আছে, বলিয়া হাত দিয়া দেখাইয়া দিয়া সতীশের দুৰ্বিসহ হৃদয়ভারটা নিঃশেষে তুলিয়া লইয়া বেহারীকে সঙ্গে করিয়া ধীরপদে বাহির হইয়া গেল । সতীশ মন দিয়া সান্ধ্যকৃত্য সমাপন করিয়া উঠিয়াই দেখিল ইতিমধ্যে কে ર૭