পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (একাদশ সম্ভার).djvu/৩৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

कृब्रिजशैन তাহার হইয়৷ বাড়িয়ালী জবাব দিল, আহ উনি যে আমাদের মারোয়াড়ী বাৰু গে। છે. ૮૬– . কিন্তু পরিচয় দেওয়া শেষ হইবার পূৰ্ব্বেই সতীশ লোকটাকে দরজা নিৰ্দেশ করিয়া কহিল, বাহার যাও— মারোয়াড়ীর টাকা আছে, সে নবীন প্রেমিক, বিশেষত: এতগুলো স্ত্রীলোকের সামনে হীন হইতেও পারে না, স্বতরাং সাহসে ভর করিয়া কহিল, কাহে ? অসহিষ্ণু সতীশ কাঠের মেজের উপর সজোরে পা ঠুকিয়। ধমক দিল, বাহার যাও উল্লুক ! সমস্ত লোকগুলোর সঙ্গে বাড়িটা পৰ্য্যস্ত চমকাহয়৷ উঠিল, এবং দ্বিরুক্তি না করিয়া মারোয়াড়ী বাহির হইয়া গেল । 線 সতীশ কিরণময়ীর দেহের উপর তাহার স্বলিত বস্ত্ৰ তুলিয়া দিয়া নিজেই একটা BBBBS BBBS BBBB BBB BBSB BBB BBS BBBBB BBBB BBBS BBBB নারীমণ্ডলী বিচিত্র কলরব করতে লাগিল । ইহাদের নানাবিধ আলোচনার মধ্য হইতে সতীশ অল্পকালের মধ্যে অনেক কথাই সংগ্ৰহ করিয়া গহল । বাড়িয়ালী আক্ষেপ এবং অত্যন্ত বিস্ময় প্রকাশ করিয়া বায় বার বলতে লাগিল, সে ৩াহার পিতাঠাকুরের বয়সেও এমন স্বইছাড়া মেয়েম মুষ দেখে নাই যে, বেবুপ্তেকে বেবুঙ্গে বললে তাহার চোখ উণ্টাইয়া দাত-কপাটি লাগিয়া যায় । মনিট-কুড়ি পরে সজ্ঞা পাইয়। কিরণময়ী মাথার বসন তুলিয়া দিয়া উঠিয়া বসিল । ক্ষণকাল একদৃষ্টে চাহিয়৷ থাiঞ্চয়৷ ক্ষণিকণ্ঠে কহিল, ঠাকুরপে ? সতীশ প্রণাম করিয়া পায়ের ধূলা মাথায় তুলিয়া কহিল, ই বৌঠান, আমি । কিন্তু কি কাণ্ড বল ত ? যেমন কাপড়-চোপড়, তেমনি খর-দোর, তেমন শ্ৰী,—কে বলবে BB BB BBB BBS BB BBBBB BBB BBB S BBBBBB BB BB হ’লো, এখন কালকের জাহাজে বাড়ি চল । মেয়েদের দিকে চাহিয়া বলিল, আর দরকার নেই, তোমরা ঘরে যাও । কিরণময়ী নিশ্চল পাষাণ-মুক্তির মত অধোমুখে চাহিয়া রহিল। তাহার অন্তরের কথা অন্তর্ধ্যামীই জাহন, কিন্তু বাহুরে লেশমাত্র ব্যক্ত হইল না। মেয়ের বাহির হইয়া গেলে সতীশ কহিল, সে গুয়োর কই বৌঠান ? কিরণময়ী মুখ না তুলিয়াই কহিল, এতদিন ত এইখানেই ছিল, কাল রাত্রে অন্তর গেছে । কেন ? জামি চলে যেতে বলেছিলুম বলে । \so o