পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (চতুর্থ সম্ভার).djvu/৩৯৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিজযু। দোরগোড়ায় কলাগাছ পুতেছ, ঘট বসিয়েছ, বাড়ির ভেতরে শাখের আওয়াজ শুনতে পেলুম–আয়োজন মন্দ করোনি-কিন্তু কিসের শুনি ? দয়াল । ( সভয়ে ও সবিনয়ে ) আজ যে বিজয়ার বিবাহ ভাই । রাস । মতলবট কে দিল শুনি ? দয়াল । কেউ নয় ভাই, করুণাময়ের – রাস । হু—করুণাময়ের ! পাত্রটি কে ? জগদীশের ছেলে সেই নরেন ? দয়াল । তুমি তো—আপনি তো জানেন বনমালীবাবুর চিরদিনের ইচ্ছে ছিল – রাস। ছ, জানি বইকি। বনমালীর মেয়ের বিয়ে কি শেষকালে হিন্দুমতেই দিলে নাকি ? দয়াল। আপনি তো জানেন, আসলে সব বিবাহ-অনুষ্ঠানই এক । রাস। ওর বাপকে যে হিন্দুরা দেশ থেকে তাড়িয়েছিল মেয়েটা তাও ভুল:লা নাকি ! [ এমনি সময়ে অন্তঃপুরে নানাবিধ কলরব শঙ্খধ্বনি কানে আসিতে লাগিল ] দয়াল । শুভকাৰ্য্য নির্বিবঘ্নে সমাপ্ত হয়েছে। অাজ মনের মধ্যে কোন গ্লানি না রেখে তাদের আশীৰ্ব্বাদ কর ভাই, তারা যেন সুখী হয়, ধৰ্ম্মশীল হয়, দীর্ঘায়ু হয়। রাস। ছ। আমাকে বললেই পারতে দয়াল, তা হলে আর এই চাতুরী করতে হ’তো না । ওতেই আমার সবচেয়ে ঘৃণা ৷ এই বলিয়া তিনি গমনোদ্যত হইলেন । নলিনী কোথায় ছিল ছুটিয়া আসিয়া পড়িল ] নলিনী । ( আবদারের স্বরে বলিল ) বাঃ —আপনি বুঝি বিয়েবাড়ি থেকে শুধু শুধু চলে যাবেন ? সে হবে না, আপনাকে খেয়ে যেতে হবে রাসবিহারীমামা। আমি কত কষ্ট করে আপনাকে নেমতন্ন করে আনিয়েছি। রাস । দয়াল, মেয়েটি কে ? দয়াল । আমার ভগিনী নলিনী । রাস । বড় জ্যাঠা মেয়ে । প্রস্থান ] দয়াল। ( সেই দিকে ক্ষণকাল চাহিয়া) অন্তরে বড় ব্যথা পেয়েছেন। ভগবান ওর ক্ষোভ দূর করুন। গাঙ্গুলীমশাই, চলুন, আমরা অভ্যাগতদের খাবার ব্যবস্থাটা একবার দেখি গে। আজকের দিনে কোথাও না অপরাধ ম্পর্শ করে । ԶԵրՔ g aسسيهs