পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ত্রয়োদশ সম্ভার).djvu/২৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*ारर्थब्र मॉरौौ ইহার অবাঞ্ছিত সমবেদনার ভারতীর সঙ্কোচের অবধি রহিল না। জোর করিয়া একটুখানি হাসিবার চেষ্টা করিয়া বলিল, কাউকে দিয়ে একখানা গাড়ি ডাকিয়ে দাও না ঝি ! যাবে বুকি ? ই, একবার দেখি গিয়ে কি হল । ক্ষান্ত বলিল, আজ সকালে ঠাকুর মশাইকে কি সাধ্যি সাধনা। আমি শুনে বলি সে কি কথা ! মানুষের আপদ-বিপদে করব না তো আর করব কবে ? হাতের কাজ পড়ে রইল, যেমন ছিলুম, তেমনি বেরিয়ে পড়লুম। ভাগ্যি তবু— সেই সমস্ত পুনরাবৃত্তির আশঙ্কায় ভারতী ব্যস্ত হইয়া উঠিল । বাধা-দিয়া কহিল, তুমি অসময়ে যা করেচ তার তুলনা নেই। কিন্তু আর দেরি কোরো না ঝি, গাড়ি একখানা আনিয়ে দাও । আমার যেতে হলে একটু বেলা-বেলি যাওয়াই ভাল। ঘরের কাজ-কৰ্ম্ম ততক্ষণ সেরে রাখি । 短 ঝি লোক মন্দ নয়। সে গাড়ি ডাকিতে গেল এবং দুঃসময়ে সাহায্য করিবার আগ্রছে এমন কথাও জানাইল যে ঘরের কাজ-কৰ্ম্ম আজ না হয় সে-ই করিয়া দিবে। এমন কি খাবার জিনিসগুলো যখন ছোয়া যায় নাই, তখন তাহাও পরিষ্কার করিয়া দিতে তাহার বাধা নাই। শেষে কাপড় ছাড়িয়া গঙ্গাজল মাথায় দিলেই চলিবে । বিদেশ বিভূয়ে এমন করিতেই হয়, ইত্যাদি ইত্যাদি । মিনিট-পনেরো পরে গাড়ি আসিয়া পৌঁছিলে ভারতী সঙ্গে কিছু টাকা লইয়া ঘরে-স্বারে তালা বন্ধ করিয়া বাহির হইয়া পড়িল ৷ পান্থশালায় আসিয়া যখন উপস্থিত হইল, তখনও বেলা আছে। তিলের একখানা উত্তর ধারের ঘর দেখাইরা দিয়া হিন্দুস্থানী দরওয়ান জানাইয়া দিল যে, বাঙালীবাবু ভিতরে আছেন ; এবং বাঙালী রমণীর কাছে বাঙলা ভাষাতেই প্রকাশ করিয়া জানাইল যে, যেহেতু डिनशिद्रबब्र cवनि पांकांब्र क्रल मांझे, अथक छ्द्र शिन खेखेौ* श्ब्रां शिव्रां८छ्, ७५न ম্যানিজার সাবের লুটশ হইলে তাহার লোকরিতে বহুত গুলমাল হইয়া স্বাইবে । ভারতী ইঙ্কিত বুঝিল । অঞ্চল খুলিয়া গুটি-দুই টাকা বাহির করিয়া তাহার হাতে দিয়া তাহারই নির্দেশমত উপরের ঘরে আসিয়া দেখিল সমস্ত মেঝেট তখনও জলে থৈ থৈ করিতেছে, জিনিস-পত্ৰ চারিদিকে ছড়ানো এবং তাহারই একধারে একখানা কলের উপরে অপূৰ্ব্ব উপ্‌ড় হইয়া পড়িা। নূতন উত্তরীয় বস্ত্রধান মুখের উপর চাপ দেওয়া,—সে জাগিয়া আছে কিংবা ঘুমাইতেছে তাহা বুঝা গেল না। তারতী গুনিয়াছিল সঙ্গে চাকর আসিয়াছে, কিন্তু কাছাকাছি কোথাও সে ছিল না, কারণ, ዻ ግ¢