পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (নবম সম্ভার).djvu/৪৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অপ্রকাশিত রচনাবলী অত্যন্ত দুর্দিনে দেশের অনেক বহুমূল্য বস্তুই বটতলার সংস্করণ সঞ্জীবিত রাখিয়াছে, —তাই আজ তাহাদের অনেকেরই ভদ্র সাজ-সজ্জা সম্ভবপর হইতে পারিয়াছে, এবং বাঙালীর সম্পত্তি বলিয়াও গণ্য হইয়াছে । জানি না, ইহারও কোনদিন বটতলার ছায়ায় মাথা বাচাইবার প্রয়োজন ঘটিয়াছে কি না, কিন্তু আমার বক্তব্য শুধু এই যে, যে-কোন সংস্করণই এতদিন যাবৎ ইহার প্রাণ বঁাচাইয়া আসিয়াছে, তাহার যত দোষ যত ক্রটিই থাকৃ, সে কেবল আমাদের কৃতজ্ঞতা নয়, ভক্তিরও পাত্র । অথচ শুনিতেছি, বাঙলা-সাহিত্যের সে দুঃসময় আর নাই । তাই, দুঃখ যদি আজ সত্যই ঘুচিয়া থাকে ত, যে-সকল গ্রন্থ আমাদের ঐশ্বৰ্য্য, আমাদের গৌরব, তাহাদের মলিন জীর্ণ বাস ঘুচাইবারও প্রয়োজন হইয়াছে। প্রকাশক বলিতেছেন, সেই উদ্দেশ্বেই এই নিভুল সুন্দর সংস্করণ, এবং একথানি মাত্র বই-ই তাহীদের প্রথম ও শেষ উদ্যম নয়। উদ্দেশু সাধু, এবং প্রার্থনা করি, ইহা জয়যুক্ত হউক ; কিন্তু ইহাও জানি, প্রকাশক কেবল সঙ্কল্প করিতেই পারেন, কিন্তু ইহার স্থায়িত্ব ও সিদ্ধি যাহাঁদের হাতে, সেই দেশের পাঠক-পাঠিক যদি না চোখ মেলিয়া চান ত, কিছুতেই কিছু হইবে না। কিন্তু এতবড় কলঙ্কের কথাও আমার ভাবিতে ইচ্ছা করে না । fzTR5 ergf5 asptzi Oxford Press World's Classics zijn ftal একটির পরে একটি যে-সকল অমূল্য গ্রন্থরাজি প্রকাশ করিতেছেন, তাহারই সহিত এই নব-স"স্করণের একটা তুলনা করিবার কথা উঠিয়াছিল, কিন্তু আমি বলি– আজি নয় । হয়ত অনতিকাল মধ্যেই একদিন তাহার সময় আসিবে, কিন্তু তখন বাঙলা দেশকে সে শুভ-সংবাদ নিবেদন করিতে যোগ্যতর ব্যক্তিরও অভাব হইবে না । * শিবপুর, ৬ই ফাল্গুন, ১৩২৬ ।

  • দীনবন্ধুক্ষিত্র লিখিত সধবার একাদশী গ্রন্থের ভূমিকা ।

৪২৩