পাতা:শেষ প্রশ্ন.djvu/১৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শেষ প্রশ্ন ›ዓዪይ অজিত বলিল, অর্থাৎ মনটাকে এমনিই নিৰ্ব্বিকার করে তুলেচ । আচ্ছা, সংসারে কারও বিরুদ্ধে কি তোমার কোন নালিশ নেই ? কমল তাহার মুখপানে চাহিয়া কহিল, আছে শুধু একজনের বিরুদ্ধে । কার বিরুদ্ধে শুনি না কমল ? কি হবে আপনার অপরের কথা শুনে ? অপরের কথা ? যাই হোকৃ, তবু তো নিশ্চিন্ত হতে পারবো, অন্ততঃ, আমার ওপর তোমার রাগ নেই। কমল কহিল, নিশ্চিন্ত হলেই কি খুসি হবেন ? কিন্তু তার এখন আর সময় নেই, আমরা এসে পড়েচি, গাড়ী থামান, আমি নেবে যাই ! গাড়ী থামিল । অন্ধকারে রাস্তার ধারে কে একজন দাড়াইয়াছিল, কাছে আসিতেই উভয়ে চমকিয়া উঠিল । অজিত সভয়ে প্রশ্ন করিল, কে ? আমি রাজেন। আজ হরেনদীর আশ্রমে দেখেছেন। ওঃ—রাজেন ? এত রাত্রে এখানে কেন ? আপনাদের জন্যেই অপেক্ষা ক’রে আছি। আপনারা চলে আসার পরেই আগুবাবুর বাড়ী থেকে লোক গিয়েছিল আপনাকে খুজতে । এই বলিয়া সে কমলের প্রতি চাহিল । কমল কহিল, আমাকে খুজতে যাবার হেতু ? লোকটা কহিপ, আপনি বোধ হয় গুনেচেন চারিদিকে অত্যন্ত ইনফ্লুয়েঞ্জা হচ্চে, এবং অনেকু ক্ষেত্রেই মারা যাচ্চে। শিবনাথবাবু অতিশয় পীড়িত। হঠাৎ ডুলি করে তাকে আগুবাবুর বাড়ীতে নিয়ে এসেছে। আশুবাবু ভেবেছিলেন আপনি আশ্রমে আছেন, তাই . ডাকতে পাঠিয়েছিলেন।