পাতা:শেষ প্রশ্ন.djvu/৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শেষ প্রশ্ন bペ কেবল একটিবার মাত্র ? কমল কহিল, হ! । কিন্তু এর পরেই আপনার মনে হওয়া উচিত, তাই যদি তোলে, তবে শিবনাথবাবু বাড়ী এসে খাবেন কি ? তার খাওয়া তো দেখেচি,—সে তো আর এক আধবারের ব্যাপার নয় ? তবে ? এর উত্তরে আমি বোলব তিনি ত আপনাদের বাড়ীতেই খেয়ে আসেন,—র্তার ভাবনা কি ? আপনি বলবেন, তা’ বটে, কিন্তু সে তো প্রত্যহ নয়। শুনে আমি ভাব বো এ কথাব জবাব পরকে দিয়ে আর লাভ কি ? কিন্তু তাতেও আপনাকে নিরস্ত করা যাবেনা। তখন বাধ্য হয়ে বলতেই হবে, অজিতবাবু, আপনাদের ভয় নেই, তিনি এখানে আর আসেননা । শৈব-বিবাহের শিবানীর মোহ বোধহয় তার কেটেছে। অজিত সত্যসত্যই এ কথার অর্থ বুঝিতে পারিলনা । গভীর বিস্ময়ে তাহার মুখের পানে চাহিয়া জিজ্ঞাসা করিল, এর মানে ? আপনি কি রাগ কোরে বলছেন ? (l কমল কহিল, না রাগ কোরে নয়। রাগ করবার বোধহয় আজ আমার জোর নেই। আমি জানতাম পাথর কিনতে তিনি জয়পুরে গেছেন, আপনার কাছেই প্রথম খবর পেলাম আগ্রা ছেড়ে আজও তিনি যাননি। চলুন ও ঘরে গিয়ে বসিগে । এ ঘরে আনিয়া কমল বলিল, এই আমাদের শোবার ঘর। তখনও এর বেশি একটা জিনিসও এখানে ছিলনা,—আজও তাই আছে। কিন্তু লেনি এদের চেহারা দেখে থাকলে ‘আজ আমাকে বলতেও হোতোনা যে আমি রাগ করিনি। কিন্তু আপনার যে ভয়ানক রাত হয়ে যাচ্ছে অজিতবাবু? আর তো দেরী করা চলেনাণ অজিত উঠিয়া দাড়াইয়া কহিল, ই, আজ তাহলে আমি যাই।