পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঐসনাতন গোস্বামী দেব-বাঞ্ছিত চরণের উপর পড়িল । হীরা সেই পবিত্র চরণ স্পর্শে শিহরিয়া উঠিল—একটা বৈদ্যুতিক শক্তি আসিয়া তাহাকে মুহূৰ্ত্ত মধ্যে অভিভূত করিল। হীরা একবার সচকিতে বলিয়া উঠিয়াছিল, “এ কি !” তারপর তার কণ্ঠরোধ হইল। হীরার মস্তকে হস্ত বিমর্ষণ করিতে করিতে হরিদাস বলিলেন, “উঠ ম৷ ” হীরা উঠিল ; যুক্তকরে গলদশ্রলোচনে কহিল, “বাবা, আমাকে ক্ষমা কর।” হরি । তোমার অপরাধ কি মা ? তোমার পাপ ক্ষয় হয়েছে, - তুমি এক্ষণে অতি পবিত্র। হীরা। বুঝেছি, তুমি এ পাপিষ্ঠাকে উদ্ধার করতে এ দেশে । এসেছ । বাবা, আমার উপায় কর । হরি। লও মা, কৃষ্ণনাম মহামন্ত্র গ্রহণ কর । হীরা। এ নাম এতদিন কোথায় ছিল বাবা ? কতদিন কত লোকের মুখে হরিনাম শুনেছি, কিন্তু কখন ত প্রাণের ভিতর এ নাম প্রবেশ করেনি। এ নাম যে আমাকে পাগল করে তুলছে বাবা ! - হরি। এখন আমি চলিলাম মা ! হীরা। না বাবা ; যেও ন—তুমি গেলে আবার আমি ডুবে মরব—আমি বড় দুৰ্ব্বল । হরি। আর ভয় নেই মা, এই নাম তোমায় রক্ষা করবেন। । ૨8