পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীসনাতন গোস্বামী অমর। জাহাপনার অসুর-বীৰ্য্য ধারণ করিতে পারে এমন ইস্পাত দুনিয়ায় জন্মায় নি। তখন অনেকেই তারিফ করিয়া বলিলেন, “ও তো ঠিক বাং।” সুলতান তখন ডাকিলেন, “সর্দার অমরনাথ !” অমরনাথ উঠিয়া দাড়াইলেন। সুলতান। তুমি কি চাও? অমর। জাহাপনার যদি গরীবের প্রতি কৃপা হয়ে থাকে, তবে একট প্রার্থন জানাই। জাহাপনার এই দরবার অতি পবিত্র। এখানে যদি কেহ মিথ্যা কথা বলে তবে তার দণ্ড হওয়া উচিত। আমি প্রার্থনা করি, এই ভুইয়া গাফর আলি অতঃপর দরবার হ’তে বিতাড়িত হউক । গোপীনাথ হাসিয়া ফেলিলেন। ভুইয়া প্রমাদ গণিল । ওমরাহের বুঝিল, এই সর্দার যুবক অসাধারণ প্রতিভাসম্পন্ন। সুলতান সতিশয় প্রীত হইয়া বলিলেন, “তোমার প্রার্থনা পূর্ণ করিলাম ; ভূইয়া গাফর আলি দরবারে আর প্রবেশ করিতে পাইবেন না ।” আরক্তনয়নে অমরনাথের পানে চাইতে চাইতে ভুইয়া দরবার ত্যাগ করিলেন । সুলতান বলিলেন, “সর্দার অমরনাথ, তোমার স্তায় কৰ্ত্তব্যপরায়ণ ব্যক্তি, দরবার ও রাজ্যের গৌরব । আমি তোমাকে সহর কোতোয়ালের পদে নিযুক্ত করিলাম।” ుశి