পাতা:ষোল আনি (জলধর সেন).djvu/১৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কোল তমালি কথা বলিবার সাহসও নাই। তোমরা যুবক, মহা ধনী, তোমরা সাহস করিয়া এই সকল চালাইতে আরম্ভ দেখিবে ধীরে ধীরে সমস্ত বাধা দূর হইয়া যাইবে ।” বিবাহের পরদিন যখন নয় আনির বাড়ী ১, • বর-কন্ত। বিদায় হইয়া সাত আনিতে যাইবে, সেই সম স পশ আগসর হইয়া হরিহরের হস্তে একখানি দলিল দিয়া বলি:4ন "র, এই আমার দানপত্র । আমি আজ নয় আনি সাত ১:ন এক করিয়া দিলাম। মনে আছে ভাই হরিহর এক দিন ... "লে, কি করলে নয়-আনি সাত-আনি মিলে যায়। সেদিন আ ম আর এক রকমের কথা বলেছিলাম। আজ সম্পূর্ণ বিভিন্ন পথে, :ণর ইচ্ছ। সফল হোলো ;–আজ তোমাদের আশীৰ্ব্বাদ কবি আমাদের জমিদারী যেমন আজ মিলিত হয়ে লোল তাf-ম' .ঠালে— তেমনি তোমরাও মিলিত হয়ে একেবারে যোদ। আমি ষা ও ” বরকল্প সিদ্ধেশ্বরের পদধূলি গ্রহণ করিল : ক মঙ্গল ধ্বনিতে পরিপূর্ণ হইল। সিদ্ধেশ্বর স্থির ভাবে ক দাড়াইয়। এই শোভাযাত্রা দেখিতে লাগিলেন । বর কণ্ঠ প’সল অতিক্রম করিলে সিদ্ধেশ্বর দেখিলেন তাঙ্গার মা ও অপূবে দা আছেন । সিদ্ধেশ্বর দ্রুতপদে মায়ের সম্মুখীন হইলেন এবং হইয়া র্তাহার চরণ-বন্দনা করিয়া বলিলেন “মা, আজি ম - “:দর কার্য্য শেয, আজ যে আমাদের ষোল-তমালি’ L 2, た Q"