পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/৩০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধৰ্ম্ম RసిలNరి করিয়াছিল তাহার নিদর্শন কিছু নাই কেহ২ অনুমান করে যে নর বলি হইয়া থাকিবেক । এবং নগদ ৫ পাচট টাকা রাখিয়াছে ও লিখিয়া রাখিয়াছে যে এই তাবৎ সামিগ্রী ও পাচ টাকা দক্ষিণা সেবাকারি ব্রাহ্মণের কারণ রাখা গেল । ( ১৬ ফেব্রুয়ারি ১৮২২ । ৬ ফাল্গুন ১২২৮ ) পূজা –গত ৫ ফিব্রুআরি বাঙ্গলা ২৪ মাঘ মঙ্গলবার চতুর্দশী তিথি পুষ্যা নক্ষত্রে কলিকাতার শ্ৰীযুত মহারাজ গোপীমোহন বাবু মোং কালীঘাটে শ্ৰীশ্ৰীকালীঠাকুরাণীর অতি চমৎকার পূজা দিয়াছেন তাহাতে তাহার অভরণ স্বর্ণের প্রমাণ চারিহস্ত ও জড়াও পৈছ৷ ৪ ছড়া ও জড়াও বিজট দুই খান ও জড়াও বাজু দুই খান ও জড়াও বাউটি চারি গাছ ও এক স্বর্ণ মুগু ও এক রূপ্য খড়গ ও নানাবিধ জরি ও পট্ট বস্ত্রাদি ও নৈবেদ্যাদি পুজোপকরণেতে নাট মন্দির পূর্ণ তদুপযুক্ত দক্ষিণ ও শাল ও প্রণামী ও তত্রস্থ অধিকারীবর্গ ও স্বস্ত্যয়নকারক ব্রাহ্মণ ও তাবৎ কাঙ্গালিরদিগকে বহুমূদ্র প্রদানপূর্বক সন্তুষ্ট করিয়াছেন। এ বিষয়েতে কলিকাতার ও জেলা হওয়ালী শহরের পুলীসের দারোগ প্রভৃতি নিযুক্ত থাকিয়া নিৰ্ব্বিঘ্নে সম্পন্ন হইয়াছে। পূৰ্ব্বে স্বৰ্গীয় মহারাজ নবকৃষ্ণ বাহাদুর যে স্বণের মুণ্ডমালা দিয়া পূজা দিয়াছিলেন তাহা এইক্ষণে স্বর্ণ হস্তাদি সমভিব্যাহারে ষেরূপ শোভা হইয়াছে সে অত্যাশ্চৰ্য্য যাহার দর্শনে বাসনা থাকে দর্শন করিলেই জানিতে পাইবেন । ( ১৬ ফেব্রুয়ারি ১৮২২ । ৬ ফাল্গুন ১২২৮ ) বিগ্রহ প্রতিষ্ঠা ॥— মোকাম কলিকাতার প্রযুত বাবু কাশীনাথ মল্লিক ২৯ মাঘ রবিবার সংক্রাস্তি দিবসে আপন বাটতে শ্ৰীশ্ৰীঠাকুরাণী সহিত শ্ৰীশ্রীরাধাগোবিন্দদেব ঠাকুরের মূৰ্ত্তি প্রকাশ করিয়াছেন । ( ২৭ এপ্রিল ১৮২২ । ১৬ বৈশাখ ১২২৯ ) গ্র ক্রশিব প্রতিষ্ঠ ॥—আলাপসংহ পরগণার জিলা ময়মুনসিংহের মোতালকের এক তালুকদার শ্ৰীমতী বিমলাদেবী ফাল্গুণ মাসে বারানসীক্ষেত্রে আসিয়া দ্বাদশ শিব স্থাপন করিয়াছেন এবং এক রূপ্য দানসাগর ও দশ পিত্তল দানসাগর করিয়া উৎসর্গ করিয়াছেন এবং পাচ ছয় হাজার ব্রাহ্মণ ভোজন ও এক হাজার ব্রাহ্মণের বিধবা ভোজন করাইয়া প্রত্যেকে নগদ চারি টাকা ও একই লুই দিয়াছেন তাহার পর এক শত কুমারী ভোজন করাইয়া প্রত্যেকে নগদ জিনিসে দশ টাকা দিয়াছেন রবাহুত ব্রাহ্মণকে এক টাকা সামান্ত কাঙ্গালিকে আট আনা প্রত্যেক জনকে দিয়াছেন। এবং যে সকল অধ্যাপকেরা কৰ্ম্মে ব্রতী ছিলেন তাহারদিগকে পট্টবস্ত্র ও সাল দোসালা ও নগদে তিন শত চারি শত টাকা প্রত্যেককে দিয়াছেন।