পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিজ্ঞপ্তি । ‘সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড বধিতাকারে পুনমুন্ত্রিত হইয় প্রকাশিত হইল । এই খণ্ড ১৩৩৯ বঙ্গাব্দের আশ্বিন মাসে প্রথম প্রকাশিত হয় এবং চারি বৎসরের মধ্যে নিঃশেষিত হইয়াছে। স্বধীসমাজ-কর্তৃক এই গ্রন্থ যে বিশেষভাবে আদৃত হইয়াছে, এত অল্প সময়ের মধ্যে ইহার দ্বিতীয় সংস্করণ প্রকাশই তাহার প্রকৃষ্ট প্রমাণ। গ্রন্থ-সঙ্কলয়িতা শ্ৰীযুক্ত ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মহাশয় এই সংস্করণে জ্ঞাতব্য বহু নূতন বিষয় এবং সে-যুগের বিশিষ্ট ব্যক্তিবর্গের পরিচয়, অধুনা-অপ্রচলিত শব্দের স্বচী, শত বর্ষ পূৰ্ব্বে অঙ্কিত বাঙালী সমাজের চিত্রাবলী, প্রভৃতি সংযোজনা করিয়া গ্রন্থের সৌষ্ঠব ও উপযোগিতা আরও বৃদ্ধি করিয়াছেন। বঙ্গদেশের উনবিংশ শতাব্দীর প্রথমাধের শিক্ষা, সাহিত্য, সমাজ, ধম প্রভৃতির ইতিহাস-লেখক ও আলোচনাকারিগণের পক্ষে এই গ্রন্থ যে বিশেষ উপকারে লাগিবে তাহ পণ্ডিতমণ্ডলীও স্বীকার করিয়াছেন। বঙ্গীয়-সাহিত্য-পরিষদের কতিপয় বিশেষজ্ঞ-কতৃক বঙ্গের সামাজিক ইতিহাসের উপকরণ সংগ্রহ হিসাবে এই পুস্তকখানি ১৩৪১-৪২ বঙ্গাব্দের মধ্যে প্রকাশিত বাঙ্গালা গ্রন্থগুলির মধ্যে শ্রেষ্ঠ বিবেচিত হওয়ায় শ্ৰীযুক্ত ব্রজেন্দ্রবাবুকে সাহিত্য-পরিষদের রামপ্রাণ গুপ্তস্বর্ণপদক প্রদত্ত হইয়াছে। আমরা আশা করি, বৰ্ত্তমান দ্বিতীয় সংস্করণটাও সুধীসমাজ সাদরে গ্রহণ করিবেন। এই প্রসঙ্গে কৃতজ্ঞতার সহিত জানাইতেছি যে, এই গ্রন্থ-মুদ্রণের আংশিক সাহায্য স্বরূপ ঐযুক্ত নলিনীরঞ্জন পণ্ডিত মহাশয় পরিষৎকে ২০ টাকা দান করিয়াছেন, এবং গ্রন্থ-সঙ্কলয়িত পরিষদের আর্থিক অসচ্ছলতার বিষয় উপলব্ধি করিয়া স্বয়ং এই গ্রন্থ-সম্পাদনের জন্ত র্তাহার প্রাপ্য কিঞ্চিদধিক ২০০২ টাকা পরিষৎকে দান করিতে সম্মতি জ্ঞাপন করিয়াছেন। তিনি এই গ্রন্থের পূর্ব সংস্করণ, এবং ইহার দ্বিতীয় ও তৃতীয় খণ্ড প্রকাশের সময়ও তাহার সম্পাদকীয় পারিশ্রমিকের অর্থ সম্বন্ধে পরিষৎকে অব্যাহতি দিয়াছিলেন। পরিষদের পক্ষে আমি অকুষ্ঠিত চিত্তে সঙ্কলয়িতার পরিষৎ-প্রীতির উল্লেখ করিয়া তাহার নিকট আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করিতেছি । শ্ৰীঅমূল্যচরণ বিদ্যাভূষণ বঙ্গীয়-সাহিত্য-পরিষৎ-সম্পাদক