পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/৫১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

చి হরিশ্চত্র মিত্ৰ , প্রথম বাংলা মাসিকপত্র কবিতাঞ্চুম্বমাবলী ফ্লোশের কৃতিত্ব উহারই, তিনিই বন্ধু কৃষ্ণচন্ত্রের উপর ইহার সম্পাদনার ভার অর্পণ করেন। প্রকৃত সাধকের মত নিষ্ঠ লইয়া সারা জীবন তিনি মাতৃভাষার সেবা করিয়া গিয়াছেন। দারিত্র্যের নিষ্ঠুর নিষ্পেষণ, অভাবের তীব্র জাল র্তাহাকে উহার জীবনের ত্রত হইতে বিচ্যুত করিতে পারে নাই। এই কৌমাৰ্য্যব্রতাবলম্বী, সাহিত্যসাধনায় উৎসর্গীকৃতপ্রাণ কৰ্ম্ম পুরুষের জীবন ও সাহিত্য-কৃতির কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণীয়। বাল্যজীবন আহ্মানিক ১৮৩৮-৩৯ খ্ৰীষ্টাব্দে ঢাকায় হরিশ্চজ.মিত্রের জন্ম হয়। র্তাহার পিতার নাম—অভয়াচরণ মিত্র। অষ্ট্ৰীচরণের বাসস্থান হাওড়ার অন্তর্গত সালিখায়। তিনি দীর্ঘকাল ঢাকা-প্রবাসী ছিলেন। অভয়াচরণ শোভাবাজার-রাজপরিবারের ঢাকাস্থ কৰ্ম্মচারী ছিলেন এবং ঢাকা বাবুরবাজার অঞ্চলে বাস করিতেন। ঢাকাতেই ১৮৬৫ খ্ৰীষ্টাব্দের ডিসেম্বর মাসে তাছার মৃত্যু হয়। অভয়াচরণের তিন গুৰ-কালিদাস, মহান ও হরিশ্চত্র। হরিশ্চন্ত্ৰ সৰ্ব্বকনিষ্ঠ ছিলেন। পিতার অবস্থা সচ্ছল ছিল , সামান্ত আয়ে একটি লাতিবৃহৎ সংসারের ভরণপোষণ কষ্টেন্থষ্টে rি fাহ হইত। এই কারণে হরিশ্চত্র শৈশবে যথোচিত শিক্ষালাভ মতে পারেন নাই। তিনি অল্প বয়সে রামায়ণ মহাভারত সযত্নে পাঠ করিয়াছিলেন ; উত্তরকালে ইহা ফলপ্রদ হইয়াছিল। হরিশ্চন্দ্র কবিতা রচনা করিতে পারিতেন। তিনি ঢাকায় কবি কৃষ্ণচন্ত্র মজুমদারের সহিত পরিচিত হন। কৃষ্ণচঞ্জ র্তাহার প্রায়